কলকাতা: সপ্তাহান্তে ফের মেট্রো বিভ্রাট। শনিবার সকালে যান্ত্রিক গোলযোগের কারণে বন্ধ হয়ে গেল মেট্রো পরিষেবা। মেট্রোরেল সূত্রে খবর, কালীঘাট স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির জেরে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে।
মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, কালীঘাটে মেট্রো রেলের স্টার্টার সিগন্যাল অতিক্রম করার পরই এই যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সমস্যা সমাধানের জন্য ৮টা ১২ মিনিটে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ শুরু হয়। শীঘ্রই মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন সিপিআরও। সকালে অফিসটাইমে মেট্রো বিভ্রাটের জেরে চরম দুর্ভোগের শিকার নিত্য যাত্রীরা।
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো, মৃত ২৯৬