কলকাতা: সিপিএম এবং বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করল। পাশাপাশি দুই দলের রাজ্য নেতৃত্ব দাবি করলেন, কেন বারবার তিনি দুর্ঘটনার কবলে পড়ছেন, তা নিয়ে তদন্ত হওয়া উচিত।
মঙ্গলবার আসানসোলে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, আমি দ্রুত মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করছি। আমি চাই, তিনি সুস্থ হয়ে রাজনীতিতে থাকুন। দ্রুত প্রশাসনের দায়িত্ব নিন। কারণ এখন রাজ্যের প্রশাসনের হাল খুব খারাপ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। তিনি বলতেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। কিন্তু এখন গুন্ডারা তাঁর কথা শুনছেন না।
সিপিএম নেতা বলেন, কেন এই বর্ষাবাদলের মধ্যে মুখ্যমন্ত্রীকে হেলিকপ্টার নিয়ে উত্তরবঙ্গে ছুটে যেতে হল। যেখানে পর্যটকদের যেতে বারণ করা হয়, সেখানে তিনি কেন গেলেন। আমাদের দেশের একটা বড় অংশের ভিভিআইপির চপার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এটা মাথায় রাখা উচিত। তাও তিনি কুশলে আছেন, জেনে স্বস্তি পেলাম।
সেলিম বলেন, এই কারণেই মাটিতে পা রেখে চলতে হয়। উড়ান খাটৌলা নিয়ে আকাশে বেশি না ওড়াই ভালো। ভোটের আগেই কোনও দুর্ঘটনা ঘটলে তিনি মাথায় ফেট্টি বেঁধে প্রচারে নেমে পড়েন। আমার আশঙ্কা, এবারও সেরকম কিছু হবে না তো। বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে দুর্ঘটনা ঘটেছিল। তাঁকে নাকি মারার পরিকল্পনা করা হয়েছিল। তখন ওই ঘটনার কোনও তদন্ত হল না। আবার না তিনি এর জন্য সিপিএমকে দোষারোপ করে বসেন।
সিপিএম নেতা বলেন, এ রকম ঘটনা ঘটলে দ্রুত তদন্ত করা উচিত। কীসের গাফিলতি, কার গাফিলতি, কোন সংস্থা থেকে কপ্টার নেওয়া হয়েছিল, তাদের ঠিকমতো পেমেন্ট করা হয়েছিল কি না, সবের তদন্ত করা দরকার। উনি তো কোনও কিছুরই তদন্ত করেন না।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন নির্বাচনী প্রচারে বনগাঁয় গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি। তবে বারবার দুর্ঘটনা হওয়াটা ভাবার বিষয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেন, মুখ্যমন্ত্রী সুস্থভাবে ফিরে এসেছেন, এটা খুশির খবর। তাঁর অসুস্থতা নিয়ে কিছু বলব না।