জলপাইগুড়ি: রাজ্যে চলচহে ভোট গণণা। মঙ্গলবার জলপাইগুড়ি (Jalpaiguri) সদর ব্লকের পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) গণনা চলছে পলেটেকনিক কলেজে। বিভিন্ন দলের গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের এজেন্টরা হাজির হয়েছেন এই কলেজ চত্বরে। এদিন এখানে টিফিনের প্যাকেট নিয়ে দেখা যায় হুলুস্থুল-কাণ্ড। খাবারের প্যাকেট আসতেই দলের এজেন্টদের মধ্যে হুলুস্থুল পরে যায়।
এদিন দেখা যায় কেউ চারটি আবার কেউ পাঁচটি টিফিনের প্যাকেট নিয়ে হাঁটা দেয়। তা ঘিরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হতবাক। ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করে নিরাপত্তা রক্ষীরা। একবার নয়, কয়েক দফায় টিফিনের প্যাকেট আসলেও যারা টিফিন নিয়েছেন তাঁরা আবারও টিফিন নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেন। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তৃণমূলের এক কর্মী জানান, খিদে পেয়েছে সকলে এই কারণে টিফিন নিয়ে কারাকাড়ি করছে।
ভোট গণনার সকালেও বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে নানা জেলা থেকে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রতিটি গণনাকেন্দ্রের (Panchayat Election 2023 Result ) বাইরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। তা সত্ত্বেও কয়েকটি গণনাকেন্দ্রের বাইরে তুমুল অশান্তি শুরু হয়েছে। বোমাবাজি, সংঘর্ষের খবরও আসছে নানা জেলা থেকে।
এদিকে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভোট গণনা কেন্দ্রে আসার পথে তৃণমূল প্রার্থীসহ তার স্বামীকে মারধর, গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। হরিহরপাড়া থানার বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মামনি বিবি ও তাঁর স্বামী মহিবুল মন্ডলকে মারধরের অভিযোগ উঠলl কাউন্টিং সেন্টারে আসার সময় মারধর করে গাড়ি ভাঙচুর করা হয় এবং প্রার্থীর এজেন্ট কার্ড কেড়ে নেয়, অভিযোগের তির সিপিএমের দিকে।