কলকাতা: নারদ মামলায় (Narada case) ম্যাথু স্যামুয়েলকে (Mathew Samuel) ফের সিবিআই (CBI) তলব। আগামী ১৮ সেপ্টেম্বর নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ ম্যাথু স্যামুয়েলকে। ওই দিন সকাল সাড়ে ১০টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও একাধিকবার নারদ কর্তা ম্যাথুকে তলব করেছিল সিবিআই।
আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে জনস্বার্থ মামলায় রাজভবনের কাছে হলফনামা তলব
২০১৬ সালে নারদ স্টিং অপারেশনের একটি ভিডিয়োতে টাকা নিতে দেখা গিয়েছিল ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মুকুল রায়, সুলতান আহমেদ, শুভেন্দু অধিকারী, সৌগত রায়দের। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। এরপর থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের তাবড় নেতারা একাধিকবার প্রশ্ন তুলেছেন, নারদ কাণ্ডে সিবিআইয়ের এফআইআরে নাম থাকা সত্ত্বেও কেন শুভেন্দুকে গ্রেফতার করা হচ্ছে না। তৃণমূল নেতাদের আরও অভিযোগ, বিজেপির ওয়াশিং মেশিনে শুভেন্দু সাফা হয়ে গিয়েছে। বিজেপি যাওয়ার পরই তাঁর সাত খুন মাফ হয়ে গিয়েছে। বেশকিছু দিন পর ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নারদ কর্তা স্যামুয়েলকে ডাকায় নারদ কাণ্ড নিয়ে আবার চর্চা শুরু হল রাজনৈতিক মহলে।