কলম্বো: লো-স্কোরিং ম্যাচে দাপট ভারতের। শ্রীলঙ্কাকে পরাজিত করল ৪১ রানে। গত ম্যাচের মতো এই ম্যাচও বল হাতে জ্বলে উঠলেন কুলদীপ যাদব। একাই তুলে নেন ৪ উইকেট। তাও আবার ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে। এরইসঙ্গে এশিয়া কাপের ফাইনালে জায়গা পাকা করে ফেলল ভারত।
ভারতের দেওয়া ২১৪ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে ১৭২-এ শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। এদিন শ্রীলঙ্কান টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। ব্যাট হাতে মরিয়া চেষ্টা করেন দুনিথ ওয়েল্লালাগে (৪২ অপরাজিত) এবং ধনঞ্জয় ডি সিলভা (৪১)। কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
প্রথমে ব্যাট করে ২১৩ রান তোলে ভারত। ৮০ রানের ওপেনিং পার্টনারশিপের পর মনে হচ্ছিল এদিনও বিশাল স্কোরের দিকে এগোবে ভারত। কিন্তু সেইসময়েই দুরন্ত কামব্যাক শ্রীলঙ্কার। সৌজন্যে অবশ্যই স্লো লেফট আর্ম অর্থোডকস স্পিনার দুনিথ ওয়েল্লালাগে। একাই তুলে নেন ৫ উইকেট। শুভমান-বিরাট-রোহিত-রাহুল-হার্দিক সবাইকে একে একে প্যাভিলিয়নের রাস্তা দেখান। ওয়েল্লালাগের বোলিং ফিগার ১০-১-৪০-৫। এরপর তাঁর সঙ্গে পার্টিতে জয়েন করেন চরিথ আসালঙ্কা। তাঁর বোলিং ফিগার ৯-১-১৮-৪।
ভারতীয় ব্যাটারদের মধ্যে রোহিত শর্মা ৪৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। ৭টি চার এবং ২টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। স্ট্রাইক রেট ১১০.৪২। একইসঙ্গে ১০,০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন। এদিন ব্যর্থ বিরাট কোহলি। কেএল রাহুল ৩৯ এবং ঈশান কিষাণ করেন ৩৩ রান। শেষের দিকে ২৬ রানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যামিও ইনিংস খেলেন অক্সর প্যাটেল।