ডোমিনিকা: ১২ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজ (West Indies) প্রথম টেস্ট। দু’ম্যাচের টেস্ট সিরিজে অবশ্যই ফেবারিট ভারত। তবে এই সিরিজে নিজেদের সেরাটা দিতে মরিয়া ক্রেগ ব্রেথওয়েটের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। কিংবদন্তী ব্রায়ান লারা থেকে গ্যারি সোবার্স প্রত্যেকেই উৎসাহ যুগিয়ে গিয়েছেন নতুন উইন্ডিজ দলকে।
অন্যদিকে, এই সিরিজে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যেতে চলেছে ভারতীয় দল। প্রশ্ন এটাই যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কারা ভারতের হয়ে ওপেন করতে নামবেন? জল্পনা এটাই যে হয়ত যশস্বী জয়সওয়ালকে ওপেন করতে দেখা যাবে রোহিত শর্মার সঙ্গে। তিন নম্বরে নামতে পারেন শুভমান গিল। সব ঠিক থাকলে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে খেলতে চলেছে রোহিত ব্রিগেড। পেসারদের মধ্যে শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ এবং জয়দেব উনাদকাট রয়েছেন। যেখানে দুই স্পিনারের মধ্যে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা।
ওয়েস্ট ইন্ডিজ দলে যে ক্রিকেটারদের ওপর নজর থাকবে তাঁরা হলেন ব্ল্যাকউড, ক্রেগ ব্রেথওয়েট, আলজারি জোসেফ, জেসন হোল্ডার এবং কেমার রোচ। ডোমিনিকায় উইন্ডসর স্টেডিয়ামের উইকেট হতে চলেছে টিপিক্যাল টেস্ট উইকেটের মতোই। প্রথমদিন পেসারদের সহায়ক উইকেট। এরপর দু’দিনের পরিস্থিতি ব্যাটারদের অনুকূলে থাকবে। তৃতীয় দিন থেকে স্পিনারদের সাহায্য করবে এই উইকেট। আগামী পাঁচদিন আবহাওয়া বেশ ভালো থাকবে ডোমিনিকায়। তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে।
আরও পড়ুন: India vs West Indies | Brian Lara | ক্রেগ ব্রেথওয়েটদের সমর্থনে ব্যাট ধরলেন ব্রায়ান লারা
উল্লেখ্য, ভারত-ওয়েস্ট এই দুই দেশের মধ্যে এখনও পর্যন্ত ৯৮টি টেস্ট ম্যাচ হয়েছে। যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩০ বার, ভারত জিতেছে ২২ বার এবং ড্র হয়েছে ৪৬ বার।
প্রত্যাশা মতোই ভারত প্রথম টেস্ট জিতবে নাকি ডোমিনিকায় নতুন যুগের সূচনা করবেন ক্রেগ ব্রেথওয়েটরা- এখন সেটাই দেখার!