লন্ডন: শনিবার রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসলেন তৃতীয় চার্লস (King Charles III)। জমকালো অভিষেক অনুষ্ঠানে ছিল হাজার বছরের পুরনও বিভিন্ন রীতির ছাপ। রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের ৭০ বছর পর মুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস। তবে এবার শতাব্দী প্রাচীন প্রথা মেনে কোহিনুর (Kohinoor) উঠল না ব্রিটেনের নতুন রানি ক্যামিলার (Queen Camilla) মুকুটে। সূত্রে খবর রাজনৈতিকভাবে স্পর্শকাতর ওই কোহিনুর মুকুটে শোভা পাক তা চাননি খোদ ক্যামিলা। তবুও খোঁচা থেকেই গেল, পরাধীন ভারত থেকে জোর করে নিয়ে যাওয়া ওই হীরে নিয়ে এখনও বিতর্ক চলছে। শনিবার থেকেই টুইটারে ভারতীয়রা দাবি করতে থাড়েন, ‘এবার তো ভারতে কোহিনুর ফিরুক।’
এক ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘ব্রিটিশ রাজা চার্লসকে অভিনন্দন। এবার অনুগ্রহ করে ভারত থেকে লুট করা কোহিনুর হীরা এবং অন্যান্য মূল্যবান জিনিস ফিরিয়ে দিন।’
আরও পড়ুন : Narendra Modi | মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের
ইন্ডিয়া আর্কাইভ দেখলে বোঝা যায় রাজ-রত্নভান্ডারের কতখানি উপনিবেশ থেকে চুরি করে আনা। আর্কাইভ বা অভিলেখ্যাগার থেকে এই সংবাদপত্র বার করেছে ৪৬ পাতার একটি ফাইল। যাতে বলা আছে রাজা চার্লসের পান্নাখচিত বেল্টটি-সহ আরও কত শত অমূল্য ধন আহরিত হয়েছিল ভারতবর্ষ থেকে। সাম্রাজ্যের উপঢৌকন হিসাবে যেগুলি রানি ভিক্টোরিয়ার ভান্ডারে গচ্ছিত হয়েছিল।
উল্লখ্য, কোহিনুর ছিল সে সময় বিশ্বের সর্ববৃহৎ হীরা। ত্রয়োদশ শতকে ভারতের বর্তমান অন্ধ্রপ্রদেশের গুন্টুরের কাছে কাকতীয় রাজন্যবর্গের অধীনে এই হীরা খনি থেকে উদ্ধার করা হয়। তখন ওজন ছিল ৭৯৩ ক্যারাট বা ১৫৮.৬ গ্রাম।