ইম্ফল: মণিপুরের বিজেপি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইস্তফা দিতে চলেছেন? আজ, শুক্রবার দুপুরেই রাজ্যপাল অনুসুইয়া ইউকেইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। হিংসা কবলিত মণিপুরকে শান্ত করতে ব্যর্থ মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের দাবি তুলছিল বিরোধীরা। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আজই তিনি ইস্তফা দিতে পারেন।
বীরেন সিংয়ের ইস্তফার জল্পনা ভেসে উঠতেই মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সামনে একে একে জড়ো হতে শুরু করেন তাঁর অনুগামী ও সমর্থকরা। কয়েকশো মহিলা নুপি লাল কমপ্লেক্সের সামনে জড়ো হন। জায়গাটি মুখ্যমন্ত্রী সচিবালয় এবং রাজভবনের থেকে মাত্র ১০০ মিটার দূরে। তাঁদের দাবি, কোনও চাপের মুখে যেন বীরেন সিং ইস্তফা না দেন।
আরও পড়ুন: Hari Krishna Dwivedi | মেয়াদ বাড়ল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর
অন্যদিকে, দুদিনের মণিপুর সফরের শেষদিনে আজ সকালে রাহুল গান্ধী বিষ্ণুপুর জেলার মৈরাংয়ের দুটি ত্রাণ শিবির ঘুরে দেখলেন। সেখানে আশ্রয় নেওয়া শরণার্থীদের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেতা। সকাল সাড়ে ৯টার সময় চপারে করে মৈরাংয়ে এসে পৌঁছন তিনি। ওই দুটি শিবির প্রায় হাজারখানেক মানুষ আশ্রয় নিয়েছেন। রাহুলের সঙ্গে ছিলেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং, কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল প্রমুখ। উল্লেখ্য মৈরাং হল ইতিহাস প্রসিদ্ধ জায়গা। এখানেই নেতাজির আজাদ হিন্দ ফৌজ ১৯৪৪ সালে তেরঙা উত্তোলন করেছিল। ত্রাণ শিবিরে শরণার্থীদের সঙ্গে দেখা করেই ফের চপারে ইম্ফলে আসেন রাহুল। সেখানে ইম্ফল হোটেলে দুপুরের পর সুশীল সমাজ, ইউনাইটেড নাগা কাউন্সিল, ১০টি সমমনস্ক রাজনৈতিক দল এবং মহিলা নেত্রীদের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করবেন।