ইম্ফল: মণিপুর বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে ২৯ অগাস্ট। রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে অধিবেশনের দিন নিয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে মঙ্গলবার। প্রসঙ্গত বলা যায়, সোমবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ মণিপুর বিধানসভার অধিবেশন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তির্যক আক্রমণ শানান।
হিংসা কবলিত রাজ্যে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার প্রস্তাব বারবার ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল। একথার উল্লেখ করে রমেশ এক্স-এ লেখেন শুধু তাই নয়, নিয়মমাফিক বাদল অধিবেশনও এখনও হয়নি। প্রধানমন্ত্রী জগৎগুরু সাজার কাজে ব্যস্ত, আর স্বরাষ্ট্রমন্ত্রী ভোট নিয়ে ব্যস্ত। উল্লেখ্য, বুধবারই ব্রিকস সম্মেলনে যোগ দিতে মোদি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলে গিয়েছেন।
আরও পড়ুন: ফেসবুক পোস্ট করেই পুলিশের স্ক্যানারে যাদবপুরের আলু
রমেশের কটাক্ষের দিনই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পৌরোহিত্যে মণিপুর মন্ত্রিসভা বাদল অধিবেশনের নির্ঘণ্ট নিয়ে সিদ্ধান্ত নেয়। বাজেট অধিবেশনের পর নিয়মমতো বাদল অধিবেশন ডাকার কথা ৬ মাসের মধ্যে। সেই সাংবিধানিক সংকট কাটাতে শেষমেশ দ্বাদশ মণিপুর বিধানসভার চতুর্থ অধিবেশন বসছে ২৯ অগাস্ট থেকে।
রাজ্যপাল অনসূয়া উইকে-কে মন্ত্রিসভা আগামী ২৯ অগাস্ট বিধানসভা ডাকার সুপারিশ করেছে। গত ২১ অগাস্ট বিশেষ অধিবেশনের কথা থাকলেও রাজভবন থেকে কোনও বিজ্ঞপ্তি জারি না হওয়ায় সভা বসেনি। দলমতনির্বিশেষে ১০ কুকি বিধায়ক বিধানসভা অধিবেশন বয়কটের ডাক দিয়েছেন। তাঁদের অভিযোগ, রাজ্যে হিংসা এখনও বিন্দুমাত্র কমেনি। রাজ্য কংগ্রেসের থেকে অধিবেশন না ডাকা নিয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। সংবিধানের বিধির কথাও তুলে ধরা হয়েছিল কংগ্রেসের তরফে।