বীরভূম: সোমবার দুপুরে কালীঘাটের বাসভবন থেকেই ভার্চুয়াল মাধ্যমে বীরভুমের এক জনসভায় বক্তৃতা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রচারে উত্তরবঙ্গে (North Bengal) গিয়ে হেলিকপ্টার থেকে নামার সময়ে চোট পেয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। গত সপ্তাহে এই দুর্ঘটনার জেরে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সাময়িক বিরতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী। চিকিৎসকরা যেহেতু মুখ্যমন্ত্রীকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছিলেন। সেজন্য তৃণমূল নেতৃত্বের একাংশ মনে করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাময়িক অনুপস্থিতিতে জোড়াফুলের প্রচারের নেতৃত্বে থাকবেন মূলত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
দলের নেতাকর্মীদের টেলিফোনিক বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমের নেতাকর্মীদের তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এবার থেকে বীরভূম তিনি নিজেই দেখবেন।
আরও পড়ুন: CV Anand Bose | Basanti | TMC |বাসন্তীতে নিহত তৃণমূল নেতার বাড়িতে যাবেন রাজ্যপাল
যদিও প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের সভা করার কথা ছিল। কিন্তু আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা না করলেও মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনে অডিও বার্তা দেবেন দলের নেতাকর্মীদের আজ বলেই জানা গিয়েছে। সম্প্রতি বীরভূমে গিয়ে দলের জেলার নেতাদের নিয়ে একটি কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কোর কমিটির সদস্যরাও আজকের এই সভায় উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বীরভূমের নেতাকর্মীদের এদিন কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনের মাধ্যমে সেটাই এখন দেখার।