কলকাতা: বৃহস্পতিবার থেকে শুরু মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো উদ্বোধন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বেশকিছু পুজোর উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে সল্টলেকের এফডি ব্লক, লেকটাউনের শ্রীভূমি ও উত্তর কলকাতার টালা প্রত্যয়-সহ একাধিক পুজো। তবে নবান্ন সূত্রে খবর, সল্টসেকের এফডি ব্লক থেকেই এ বছরের দুর্গা পুজো উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী।
তবে আগামী সপ্তাহ থেকে একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে রয়েছে জেলার বেশকিছু পুজো। যদিও নবান্ন সূত্রে খবর, সেই পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দক্ষিণ কলকাতার কয়েকটি পুজোর উদ্বোধনও ভার্চুয়ালি করা সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে দুর্গা পুজো। এই উপলক্ষ্যে গত ১ সেপ্টেম্বর ইউনেস্কোর এই স্বীকৃতিকে সম্মান জানিয়ে জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত শোভাযাত্রা করা হয়েছে।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যের ৪৩ হাজার রেজিস্ট্রার্ড ক্লাবের পুজো কমিটিকে পুজোর অনুদান হিসেবে ৬০ হাজার টাকা করে দেবে। সেই ঘোষণা মতো অনুদান দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার।