কলকাতা: নজরে এবার আদিবাসী। জেলায় জেলায় ‘আদিবাসী দিবসে’র নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগস্ট মাসে আদিবাসী দিবস পালন করতে হবে বলে সোমবার মন্ত্রীসভার বৈঠকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সবাই নিজেদের জেলায় এবং অঞ্চলে এই আদিবাসী দিবস পালন করবেন।
আগে ৯ অগস্ট আদিবাসী দিবস পালন করেছিল তৃণমূল কংগ্রেস সরকার। তখন আদিবাসী জেলাগুলিতে ভোটব্যাঙ্কে ধস নেমেছিল। কিন্তু এবার শুধুই মিলেছে সাফল্য। তাই অতীতকে ভুলে না গিয়ে আবার আদিবাসী দিবস পালনে জোর দিতে বললেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Mamata Banerjee | ‘মহানায়ক’-এর সম্মান পেলেন সায়ন্তিক, শুভশ্রী, কোয়েল
আদিবাসী অধ্যুষিত জেলার উপর নানাভাবে সরকার এবার বাড়তি নজর দিতে চাইছে। মন্ত্রিসভার বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অগস্ট মাসে আদিবাসী দিবস পালন করতে হবে। সবাই নিজের নিজের এলাকায় আদিবাসী দিবস পালন করবেন। সবাই নিজেদের জেলায় এবং অঞ্চলে এই আদিবাসী দিবস পালন করবেন। মনে রাখবেন, আপনাদের মানবিক হতে হবে। প্রতিবেশীদের খোঁজখবর রাখতে হবে। আদিবাসী মানুষের অসুবিধা–সমস্যা থেকে শুরু করে অভিযোগ শুনতে হবে। আর তৎপরতার সঙ্গে তার সমাধান করতে হবে।