কলকাতা : কেন্দ্রীয় সরকার প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দিল্লি-উত্তরপ্রদেশ-অসম-মনিপুরের মতো বিভিন্ন রাজ্যে একাধিক হিংসার খবর সামনে আসছে নিত্যদিন । কিন্তু, তা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি । উল্টে বাংলায় কিছু ঘটলেই রে রে করে উঠছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার । রাজনৈতিক দিক থেকে কিছু করতে পারছে না । তাই বাধ্য হয়ে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগাচ্ছে ।
তৃণমূল নেত্রীর অভিযোগ, নির্বাচন দরজায় কড়া নাড়লেই সক্রিয় হয়ে উঠছে কেন্দ্রীয় সংস্থাগুলি । তাঁর দাবি, কেন্দ্রীয় সংস্থাগুলোর নিশানায় একমাত্র বিরোধীরা, আর বিজেপি শাসিত প্রদেশ এই সব কিছুর ঊর্ধ্বে । তাঁর কথায়, ‘‘যে ভাবে বিজেপি শাসিত রাজ্যের মু্খ্যমন্ত্রীরা আদালতের নির্দেশকেও উড়িয়ে দিচ্ছেন, তা আমার কাছে বেদনাদায়ক ।’’ বিচারব্যবস্থার উপর পূর্ণ আস্থা জানিয়েও মুখ্যমন্ত্রী বলেন, ‘কিছু রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সাধারণ মানুষ সুবিচার থেকে বঞ্চিত থাকছেন, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক সঙ্কেত । একাধিক বার বিচারব্যবস্থার অংশ বিশেষকে প্রভাবিত করে বিজেপি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত হানছে ।’
তেল-গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যে ভাবে গত কয়েক দিনে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে, তার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী বলেও অভিযোগ করেন মমতা । তাঁর দাবি, তেলের দাম বৃদ্ধির ফলে স্বাভাবিক ভাবেই জিনিসপত্রের দামও বাড়ছে । সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে । এই পরিস্থিতি থেকে দেশের মানুষের নজর ঘোরানোর জন্যই সিবিআই-ইডিকে ব্যবহার করা হচ্ছে, হিংসার তত্ত্বকে সামনে আনা হচ্ছে বলেও এ দিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী । এই চরম আর্থিক পরিস্থিতি থেকে দেশকে মুক্তির পথ দেখানোর জন্য সর্বদল বৈঠকের দাবিও তুললেন তিনি ।
আরও পড়ুন : Jagdeep Dhankhar-Mamata Banerjee : রাজ্যপাল ব্ল্যাক মেলের রাজনীতি করছেন, অভিযোগ মুখ্যমন্ত্রীর
বর্তমান কেন্দ্রীয় সরকারকে জনবিরোধী বলেও কটাক্ষ করেন মমতা । উত্তরপ্রদেশ ভোটের পর যে ভাবে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে, তা ভোট জয়ের ফিরতি উপহার বলেও কটাক্ষ করেন মমতা ।