কলকাতা: আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে ক্রমেই চড়ছে পারদ। যত দিন এগোচ্ছে তত উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। শাসক-বিরোধী কোনও দলই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। রাাজ্য সরকার ও রাজ্যনির্বাচন কমিশনকে একহাতে নিয়ে নিসানা করছে বিরোধীরা। সঙ্গে রয়েছে নবান্ন-রাজ্যপাল সংঘাত। এতোকিছুর মাঝে ভোটের প্রচারে ময়দানে নেমে পড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তৃমমূল সূত্রে খবর, এবারের পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) রাজ্যের বেশ কিছু এলাকায় নির্বাচনী প্রচার করবেন দলনেত্রী। আগামী সপ্তাহেই কোচবিহার থেকে পঞ্চায়েত ভোটের প্রচার পর্ব শুরু করতে চলেছেন মমতা। জানা গিয়েছে, আগামী সোমবার কোচবিহারে প্রথম জনসভা করার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, সেখান থেকেই আসন্ন পঞ্চায়েত ভোটে প্রচার করবেন তিনি।
আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তাই সময় নষ্ট করতে চাইছে না তৃণমূল। এদিকে যখন বিরোধীরা প্রতিদিনই শাসকদলকে নিশানা করে চলেছে একের পর এক ইস্যু নিয়ে, সেখানে বিরোধীদের ছাড়তে নারাজ তৃণমূল। সূত্রের খবর, রবিবার কোচবিহারে যাওয়ার কথা রয়েছে মমতার। তারপর সোমবার সেখানে একটি জনসভায় যোগ দেবেন তিনি। সেখানেই নির্বাচনী প্রচারের সূচনা করবেন তৃণমূল সুপ্রিমো। গত ২৫ এপ্রিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় কোচবিহারের দিনহাাটা থেকেই তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন। আর এবার মমতাও নির্বাচনী প্রচার হিসেবে বেছে নিয়েছেন সেই কোচবিহারকেই।
আরও পড়ুন: Panchayat Election 2023 | ভোটের দিন বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি জানালেন নির্বাচন কমিশনার
রাজনৈতিক মহলের মতে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। কেননা ২০১৯-এর লোকসভা নির্বাচনে কোচবিহারে ভালো ফল করেনি তৃণমূল। কোচবিহার থেকে সাংসদ হয়েছেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীও। বিধানসভা ভোটেও সেভাবে ভালো ফল করতে পারেনি। বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতেছে। তাই সেখানকার সাধারণ মানুষের মনে ঘাসফুলে ফেরাতে মরিয়া তৃণমূল।
এদিকে কোচবিহার জেলায় রাজবংশী সম্প্রদায়েরও একটি বড় অংশের ভোটার রয়েছেন। কিছুদিন আগে সীমান্তবর্তী এলাকায় এক রাজবংশী যুবকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ইস্যুতেও সরব হয়েছিলেন মমতা। তাই আসন্ন পঞ্চায়েত ভোটে রাজবংশী ভোট নিজেদের দিকে টানতে চাইছে তৃণমূল, মত বিশেষজ্ঞদের। তাই সোমবারের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সকলে।