কলকাতা: বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) আজ জন্মদিন৷ ৫০ বছরে পা দিলেন তিনি৷ সকাল থেকে তাই জন্মদিনের শুভেচ্ছা বন্যায় ভেসে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ বৃহস্পতিবার বিকালে তাঁকে শুভেচ্ছা জানাতে বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন: Birthday: সৌরভকে ৫জি মোবাইল উপহার দিলেন স্ত্রী ডোনা
এদিন বিকাল ৫টা নাগাদ সৌরভের বেহালার বাড়িতে যান মুখ্যমন্ত্রী৷ উপহার হিসাবে নিয়ে যান ফুল ও মিষ্টি৷ মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নীচেই অপেক্ষা করছিলেন মহারাজ৷ মুখ্যমন্ত্রীকে গাড়ি থেকে নামতে দেখেই হাসি মুখে এগিয়ে যান তিনি৷ অপরদিকে মমতাও সৌরভের হাতে হলুদ ফুলের তোড়া ও মিষ্টি তুলে দেন৷ মহারাজকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি৷ পাল্টা সৌরভও মমতাকে ধন্যবাদ জানান৷ এর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভেতরে নিয়ে যান সৌরভ৷
দাদার জন্মদিনে প্রতিবারই তাঁকে শুভেচ্ছা জানান দিদি৷ তবে এবার বাড়িতে গিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী৷ কেউ কেউ বলছেন, এই প্রথম সৌরভের জন্মদিনে তাঁর বাড়িতে যান মমতা, যা বেশ তাৎপর্যপূর্ণ৷