কলকাতা: বৃষ্টিতে নাজেহাল কলকাতাসহ রাজ্যের একাধিক জেলার মানুষ৷ রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি কোনও মতেই থামতে চাইছে না৷ তার মধ্যেই সোমবার সন্ধেয় ভবানীপুরের শীতলা মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন তিনি বলেন, রাজ্যবাসীর মঙ্গল কামনায় ভবানীপুরের শীতলা মন্দিরে দিলাম৷
শীতলা মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
সোমবার সন্ধেয় নবান্ন থেরে ফেরার পথে আচমকাই শীতলা মন্দিরে পুজো দিতে ঢোকেম মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি নিজের হাতে দেবীকে ফুল অর্পণ করেন৷ প্রদীপ হাতে আরতিও করেন। তাঁর তৃণমূলের বর্তমান সর্বভারতীয় সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষক বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন সভাপতি সুব্রত বক্সী এবং ভোটকুশলী প্রশান্ত কিশোর। পুজো দেওয়ার পর স্থানীয়দের সঙ্গে কথাবার্তাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
https://www.facebook.com/MamataBanerjeeOfficial
শীতলা মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী৷
আরও পড়ুন-বাসভবনে অস্বাভাবিক মৃত্যু অখণ্ড পরিষদ সভাপতি নরেন্দ্র গিরির, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
সন্ধের পর তাঁর ফেসবুক পেজে পুজো করতে যাওয়ার ছবি পোস্ট করা হয়৷ ক্যাপশনে লেখা হয়, ‘বাংলার প্রতিটি মানুষ তথা দেশবাসীর মঙ্গল কামনায় আজ ভবানীপুরের প্রসিদ্ধ শীতলা মন্দিরে প্রার্থনা করলাম। দেবীর আশীর্বাদে দূর হোক হিংসা-দ্বেষ, দুঃখ-কষ্ট। বিনাশ হোক সকল বিচ্ছিন্নতাবাদী, বিভেদকামী অশুভ শক্তির। বাংলার মাটিতে সুদৃঢ় হোক সাম্প্রদায়িক সম্প্রীতির বুনিয়াদ, বাংলার অঙ্গনে জ্বলে উঠুক শান্তি ও সৌহার্দ্যের মঙ্গলদীপ। পবিত্রতা আসুক সবার মনে, প্রতিটি পরিবার থাকুক সুরক্ষিত। বিগ্রহের সামনে প্রার্থনার কিছু মুহূর্ত(লেখা অপরিবর্তিত)৷