কলকাতা: শিল্পোদ্যোগীদের সম্মেলনেও মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে এল ইডি-সিবিআইয়ের হেনস্তার প্রসঙ্গ। সোমবার দক্ষিণ কলকাতায় ধনধান্য স্টেডিয়ামে ‘ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট কনভেনশন ২০২৩’ শীর্ষক অনুষ্ঠানের মঞ্চে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজ পর্যন্ত কারও কাজ থেকে এক কাপ চা পর্যন্ত খাইনি। তবু কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আমাকে এবং আমার পরিবারকে হেনস্তা করা হচ্ছে। এখন তো দেখছি, বাড়ির জন্য কাপ ডিশ কিনলেও ইডি তদন্ত করবে। ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এজেন্সি দিয়ে আপনাদেরও হেনস্তা করা হচ্ছে, আগামী দিনেও হবে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব করছে। তিনি বলেন, এসবকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমি সারা জীবনে কখনও কারও কাছ থেকে এক পয়সা নিইনি। এক কাপ চা খাইনি করও কাছ থেকে তবু আমার পরিবারকে নিয়ে টানাটানি চলছে। কেউ যদি কাপ ডিশ কেনে, ইডিকে কি তার তদন্ত করতে পারে? মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, যতদিন প্রতিহংসার রাজনীতি চলবে, ততদিন এই হেনস্তা বন্ধ হবে না।
আরও পড়ুন: প্রাক্তন ছাত্রই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য, খুশির হাওয়া
সম্প্রতি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডেসের’ বিভিন্ন অফিসে টানা ১৮ ঘন্টা তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সব অফিস থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্তও করে ইডি। ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় মুখ্যমন্ত্রী সেই তল্লাশির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ছেলেটা দু’দিন আগে ফিরল। আর ওর চার-পাঁচটা জায়গায় ওরা লোক ঢুকিয়ে দিল। আমি জানতাম না। আইনজীবীর কাছ থেকে খবর পেলাম। আমার বাড়িতেও কদিন ধরে অত্যাচার চলছে।