কাকদ্বীপ: আমার ও অভিষেকের নামে ভাষা সন্ত্রাস চলেছে। আমাদের নামে কী না বলে…মানবিক থেকে দানবিক হচ্ছ বলে বিরোধীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। শুক্রবার কাকদ্বীপে নবজোয়ার যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন মমতা ও অভিষেক। সেই মঞ্চ থেকে বিরোধীদের একহাত নিয়ে মমতা বলেন, আজ সিপিএমের কোলে বিজেপি দোলে। তৃণমূলের যা সম্পদ রয়েছে কোনও দলের নেই। অন্যদলের আপদ আছে। এই পঞ্চায়েতে চার দলের জমানত বাজেয়াপ্ত করে দিন। নরেন্দ্র মোদিকে চেয়ার থেকে সরাবো বলেও হঁশিিয়ারি দেন তিনি।
এদিন অভিষেককে পাশে নিয়ে মমতার বলেন, রাম-বাম-শ্যাম বলছে কেন্দ্রীয় বাহিনী দাও। রোজ গিয়ে গিয়ে বলছে তৃণমূল চিমটি কাটছে। কোনও রাজ্যে এত শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দিতে পেরেছে বিরোধীরা? একবার ভাবুন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে গত দেড় মাস ধরে চলা তৃণমূলের নবজোয়ার যাত্রার শেষদিন ছিল। গত ২৫ এপ্রিল কোচবিহারের দিনহাটা থেকে শুরু হয়েছিল তৃণমূলের নবজোয়ার যাত্রা। নবজোয়ারের শেষদিনে আসন্ন পঞ্চায়েত ভোটে মমতা-অভিষেক কী বার্তা দেন সেদিকেই নজর ছিল সকলের। এদিন মঞ্চ থেকে মমতা মা-মাটি-মানুষকে তাঁর উপর ভরসা রাখারও আশ্বাস দেন। তিনি বলেন, কংগ্রেস কখনও বিনা পয়সায় চাল দিয়েছে? করোনার সময় ৬ মাস বিজেপি দিয়েছিল। এখন বন্ধ। কিন্তু আমরা এখনও দিচ্ছি। আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে। সেই জন্য অর্থের অসুবিধা রয়েছে। আমি আস্তে-আস্তে করে দেব বলেও জানান তিনি।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Adhir Chowdhury | মনোনয়ন প্রত্যাহারে পুলিশ ধমকাচ্ছে, মন্তব্য অধীরের
গতকালই পঞ্চায়েত ভোটের অশান্তিতে হাইকোর্টের দ্বারস্থ হয় বিরোধীরা। বিরোধীদের দাবি মেনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন ২০১৩ সালের ভোটের প্রসঙ্গ তুলে মমতা বলেন, কী করেছিল কেন্দ্রীয় বাহিনী? ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকলেও ৩৯ জনের মৃত্যু হয়েছিল। এদিন মণিপুর হিংসার কথাও তোলেন তিনি। মমতা বলেন, কেন্দ্রীয় বাহিনী তো মণিপুরেও নিয়ে গেল। কী হল?