কলকাতা: আগে একটা বালতি ফেলে দেখাক, তারপর সরকার ফেলবে। বুধবার বিজেপিকে এমনই কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যে তৃণমূল সরকার ফেলে দেবে বলে একাধিক বিজেপি নেতা হঁশিয়ারি দিয়েছেন। এদিন জবাবে বিজেপিকে একহাত নিয়ে মমতা বলেন, ভোটে জিততে না পেরে মারধর করছে বিজেপি। তৃণমূল সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিজেপির কাজ হচ্ছে কৎসা ও মানুষের মধ্যে ভেদাভেদ করা।
পঞ্চায়েত নির্বাচন পর্বে নন্দীগ্রামে আহত তৃণমূল কর্মীদের দেখতে বুধবার এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মমতা। সেখানে রাজ্য সরকারের তরফে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জখমদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের কথাও বলেন তিনি। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, আগে একটা বালতি উল্টে দেখাক, তারপর সরকার উল্টোনোর কথা বলবে। খেয়েদেয়ে কাজ নেই। তোমাদের সরকার উল্টে গিয়েছে। কাল থেকে তো ভয়ে কাঁপছে।
আরও পড়ুন: Asansol | Health Centre | কেন্দ্রের সেরার শিরোপা পেল আসানসোলের রোহিনারডিহি সুস্বাস্থ্য কেন্দ্র
উল্লেখ্য, রাজ্য সরকার আর থাকবে না বলে দাবি করে বিজেপির একাধিক নেতৃত্ব। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর একটি সভায় বলেন, আমি গ্যারান্টি দিচ্ছি, পাঁচ মাসের মধ্যে এই রাজ্যের সরকার পড়ে যাবে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও বলেন, সরকার পাঁচ থেকে ছ’মাসের মধ্যে যখন খুশি পড়ে যাবে। বিধায়কেরা হঠাৎ মনে করলেন, আমরা সমর্থন করব না। আমরা অন্য কাউকে সমর্থন কর। তখন? এ ছাড়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায়ই এই ধরনের দাবি করেন। বুধবার মমতার এই কড়া ভাষায় কটাক্ষ এই সব দাবিকে উড়িয়ে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।