কাকদ্বীপ: কেন্দ্রীয় বাহিনী কাচকলা করবে বলে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কাকদ্বীপে তৃণমূলের এক সভায় তিনি বলেন, সারা বাংলাতে কেন্দ্রীয় ফোর্স দাও। কারা বলছে এ সব। রাম, বাম, শ্যাম সব মিলে চুলকাচ্ছে। এরা সব এক হয়েছে। দুটো ঘটনা ঘটেছে। মাত্র দুটো ঘটনা ঘটেছে। তার জন্য কেন্দ্রীয় সরকার লাঠি উঁচিয়ে আছে। কেন্দ্রীয় ফোর্স দাও।
মমতা বলেন, মণিপুরে কী হচ্ছে। উত্তরবঙ্গে কেন্দ্রীয় বাহিনী আমাদের লোক মেরেছে। আমফান হলে কটা সেন্ট্রাল টিম আসে, যশ হলে কটা টিম আসে। এই তো সেদিন শীতলকুচিতে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী চার চারটে লোককে গুলি করে মেরে দিয়েছে।
তৃণমূল নেত্রী বলেন, কীসের শান্তি। সিপিএম আমলে কোন শান্তিটা ছিল। ওরা কী করেনি। হাত কেটেছে, পা কেটেছে, মুণ্ড কেটেছে। জীবন্ত কই মাছ গলায় ঢুকিয়ে মেরে ফেলা হয়েছে। এরা আবার শান্তির কথা বলে। কেন্দ্রীয় বাহিনী চায়।
মমতা বলেন, বাংলাকে বদনাম করার জন্য বিজেপি চক্রান্ত করছে। তৃণমূলে যা সম্পদ আছে, আর কোনও দলে তা নেই। এই সব দলে আছে শুধু আপদ। আগামী পঞ্চায়েত ভোটে কংগ্রেস, সিপিএম, বিজেপি, আইএসএফ এই চার আপদকে হঠাতেই হবে। বিরোধীরা আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার করে। কী না বলে। আমি এক পয়সা খাই না। এমপি, এমএলএ হয়ে এত বেতন পেয়েছি। কিন্তু আমি সে সব নিই না। আমার ১২৫টা বই আছে। তার থেকে যা রয়ালটি পাই, তাতেই আমার চলে যায়। আমার কাছ থেকে কেউ কিছু চায় না। সবাই জানে, দিদি সব কিছু দিয়ে দেয়।
মমতা বলেন, দুর্বলকে কামড়ানো খুব সহজ, তাই না। আমরা নরম মাটি বলে যা খুশি তাই বলে যাবি। আমাকে যা বলার বল, কিন্তু বাংলার অপমান করিস না।
মাত্র দুটো বুথে গোলমাল হয়েছে। তাতেই বলা হল, ঢাল, তরোয়াল নিয়ে আস। লোকসভা ভোটও তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়। আমি বলছি, মা বোনেদের হাতে লাঠি নিয়ে এগিয়ে দিন। ভয় পাবেন না। আমরা আমার পাশে থাকলে আমি কাউকে ভয় পাই না। ২০১১ সালে পালা বদলের পর খুনি সিপিএম, খুনি কংগ্রেস, খুনি বিজেপিকে কিছু করিনি। আবার বলছে, প্রতিরোধ করবে। তোমার প্রতিরোধ ডান্ডা হলে আমার প্রতিবাদ ঝান্ডা হবে। তৃণমূলকে ভোট না দিলে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, মেধাশ্রী কে করবে। এটা মাথায় রাখবেন।