দার্জিলিং: মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সুচপুর গণহত্যার মতো করে কেস সাজানোর কথা বলে আগেই নজরে এসেছিলেন৷ তার আগে অবশ্য বগটুইয়ের ঘটনার ‘কারণ’ ব্যাখ্যাতেও পিছপা হননি তিনি৷ টিভি-বিস্ফোরণের তথ্য তুলেছিলেন৷ দিন দু’য়েক আগে হাসপাতালে নিহত নাজমা বিবির স্বামী শেখলাল শেখ অভিযোগ করেছিলেন, ‘‘আনারুল-ভাদুর তোলাবাজির টাকা পেতেন অনুব্রত মণ্ডল৷’’ বগটুইয়ের ঘটনার পর থেকে খবরে শিরোনামে থাকা এহেন কেষ্ট মণ্ডলকে গ্রেফতার করার জন্য চক্রান্ত করছে বিজেপি৷ বুধবার শৈলশহর দার্জিলিং থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এ দিন মমতা প্রশ্ন তোলেন, সিবিআই তদন্ত চলাকালীন কিভাবে বিজেপি একটি রিপোর্ট তৈরি করল৷ দলের সর্বভারতীয় সভাপতি তা পেশ করল৷ এই ঘটনায় প্রমাণ করল এটা কত বড় রাজনৈতিক চক্রান্ত৷ আরও স্পষ্ট করে বললে, এটা আসলে বিজেপির চক্রান্ত৷ এরপরেই তাঁর মন্তব্য,‘‘আসলে বিজেপি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার চক্রান্ত করছে৷ এটা নিন্দনীয়৷ প্রতিশোধ পরায়ণ৷ রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত৷’’
বগটুইয়ের ঘটনার পর অনুব্রত মণ্ডলের উবাচ নিয়েও মুখ্য খোলেন মমতা৷ সেদিন অনুব্রত একজন রাজনৈতিক নেতা হিসাবে তাঁর মন্তব্য করেছিলেন৷ পরে রাজ্য সরকার বিষয়টির তদন্ত শুরু করে৷ রাজনৈতিক নেতার মন্তব্য এবং সরকারের পদক্ষেপ – দু’টো এক করে দেখা ঠিক নয় বলে বুঝিয়ে মুখ্যমন্ত্রীর তোপ, ‘‘আসলে বৃহত্তর ষড়যন্ত্র করে রাজ্যকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি৷’’
আরও পড়ুন-Mamata Banerjee: বগটুইয়ে সিবিআই তদন্তে হস্তক্ষেপ করছে বিজেপি, অভিযোগ মমতার