নয়াদিল্লি: নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্য। অনেক নদীর জলই বিপদসীমার ওপর দিয়ে বইছে। শহর কলকাতার বিস্তীর্ণ অংশে এখনও জল জমে রয়েছে। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিম্নচাপের বৃষ্টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে প্রতি দু’মাস অন্তর দিল্লি যাবেন বলেও এদিন জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: দিল্লি সফরে মমতার শরীরীভাষা সমীহ জাগাচ্ছে বিরোধীদের
পাঁচ দিনের দিল্লি সফর শেষে শুক্রবার কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি ছাড়ার আগে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যেও প্রচুর বৃষ্টি হচ্ছে। অনেকে মারা গিয়েছেন। তাঁদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি হলেও হতে পারে। পুরো বিষয়টি আমি গিয়ে খতিয়ে দেখব।
মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি সফর সফল হয়েছে। দেশকে বাঁচাতে গণতন্ত্রকে বাঁচাতে হবে। তাই একজোট হয়ে লড়াই হবে। কোভিড নিয়মের জন্য সংসদের সেন্ট্রাল হলে যেতে পারিনি। তবে অনেকের সঙ্গে দেখা হয়নি। শরদজির সঙ্গেও ফোনে কথা হয়েছে। গণতন্ত্র যাতে সঠিক পথে চলতে পারে তা মাথায় রাখতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে গেলে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের মন্ত্র, লোকতন্ত্র বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও।
আরও পড়ুন: ‘হোপ টোয়েন্টি ফোর’, সোনিয়ার সঙ্গে বৈঠকের পর আত্মবিশ্বাসী মমতা
জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতেও কেন্দ্রকে একহাত নেন মমতা। তাঁর দাবি, জনতার পকেট কেটে কেন্দ্র ৩.৭ লক্ষ কোটি টাকা নিয়ে গেলেও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নজর নেই। পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষ খুবই সমস্যায় রয়েছেন। করোনার তৃতীয় ঢেউ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, তৃতীয় ঢেউ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তাঁকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি।