নয়াদিল্লি: সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক সফল হয়েছে বলে জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার বিকালে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রীর সঙ্গে দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী৷ বিজেপি বিরোধী জোট গঠনের বার্তা নিয়ে সোনিয়ার কাছে এসেছিলেন মমতা৷ তাতে তিনি সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী৷
আরও পড়ুন: ‘জাগো বাংলায়’ অনিল বিশ্বাস কন্যার প্রবন্ধ, আলিমুদ্দিনর মুখে কুলুপ
পাঁচ দিনের সফরে দিল্লি এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ গতকাল মঙ্গলবার তিনি দেখা করেন কংগ্রেস নেতা কমল নাথ এবং আনন্দ শর্মার সঙ্গে৷ পূর্ব নির্ধারিত সূচি মেনে আজ মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেন সোনিয়া গান্ধীর সঙ্গে৷ তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার সোনিয়ার সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
সোনিয়া গান্ধীর বাড়িতে কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাইরে সাংবাদিকদের কাছে জানান, বৈঠক খুব ভালো হয়েছে৷ তখন সাংবাদিকরা মমতার কাছে জানতে চান, তিনি কি বিরোধী শিবিরের নেতৃত্ব দেবেন? বাংলার মুখ্যমন্ত্রীর জবাব, ‘বিজেপিকে রুখে দিতে প্রত্যেকের একজোট হওয়ার প্রয়োজন হয়ে পড়েছে৷ আমি একা কিছু করতে পারব না৷ আমি লিডার নই ক্যাডার মাত্র৷ আমি স্ট্রিট ফাইটার৷ রাস্তা থেকে লড়াই করে উঠে আসা লোক৷’
আরও পড়ুন: যোগী-মোদির রাজ্যে তৃণমূলের বার্তা নিয়ে যাবেন মমতা
সোনিয়ার সঙ্গে বৈঠকে পেগাসাস নিয়ে কথা হয়েছে মমতার৷ তবে বৈঠকের আলোচ্য বিষয় ছিল বিরোধী ঐক্য৷ আজকের বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও৷ পরে মমতা বলেন, ‘সোনিয়াজি চায়ের আমন্ত্রণ করেছিলেন৷ রাহুলজিও ছিলেন৷ দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেছি৷ বিরোধী ঐক্য, পেগাসাস, কোভিড নিয়ে কথা হয়েছে৷ বৈঠক ইতিবাচক হয়েছে৷’