কলকাতা: রাজ্যপালের (Governor) গোপন চিঠি নিয়ে বিশদে মুখ খুললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্নের জবাবে প্রথমে রাজ্যপাল সি ভি আনন্দ বোস যে চিঠি দিয়েছেন, তা স্বীকার করতেই চাননি। মমতা বলেন, না না, তেমন কোনও চিঠি দেননি। আমার বিদেশ যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, গোপনীয় এবং ব্যক্তিগত চিঠি দিয়েছেন। কী আছে, তা আপনাদের কেন বলব।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্যপালের সঙ্গে নবান্নের সংঘাত চলছে দীর্ঘদিন ধরে। সেই সংঘাত এতটাই যে, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালকে রক্তচোষা বা ভ্যাম্পায়ার বলতেও ছাড়েননি। তাঁকে মিথ্যেবাদীও বলেছেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীও কম আক্রমণ করেননি রাজ্যপালকে। মমতা তাঁকে বিজেপির দালাল বলেছেন। তাঁর বাংলা শেখাকে কটাক্ষ করেছেন। রাজ্যপালের পদ ছেড়ে দিতেও বলেছেন। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে কিন্তু রাজ্যপাল সম্পর্কে মুখ্যমন্ত্রীকে কোনও কড়া মন্তব্য করতে শোনা যায়নি।
আরও পড়ুন: বাবুলকে পর্যটন থেকে সরিয়ে আনা হল ইন্দ্রনীলকে
মুখ্যমন্ত্রীকে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা নিয়ে এখনই কিছু বলব না। আলোচনার ভিত্তিতেও সমাধান হতে পারে। বিরোধীরা এর পিছনে রহস্যের গন্ধ পাচ্ছে। যে মুখ্যমন্ত্রী শিক্ষক দিবসের মঞ্চ থেকে রাজ্যপালকে নজিরবিহীন আক্রমণ শানিয়েছিলেন, তিনি সোমবার এত নরম হলেন কেন, তা নিয়ে তোলপাড় চলছে রাজনৈতিক মহলে।