কলকাতা: জেলায় জেলায় প্রশাসনিকস্তরে রদবদল। একাধিক জেলাশাসক ও পুলিশ সুপারকে বদল করা হয়েছে। মোট ২২ জন শীর্ষ আমলা-সহ ৩১ জন পুলিশ আধিকারিক বদলি হয়েছেন এই পর্যায়ে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পর হিজ্ঞপ্ত জারি করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক স্তরে রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
মৌমিতা গোদারা বসুকে জলপাইগুড়ির জেলাশাসকের দায়িত্ব থেকে সরিয়ে স্বাস্থ্যসচিব করা হয়েছে। জলপাইগড়ির জেলাশাসক হিসেবে পাঠানো হচ্ছে শামা পারভিনকে। পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলাকে বিপর্যয় মোকাবিলা দফতরের বিশেষ সচিব করা হয়েছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক পদে নিয়ে আসা হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাঝিকে। নদিয়ার জেলাশাসকের দায়িত্বে থাকা শশাঙ্ক শেঠিকে পর্যটন দফতরের বিশেষ সচিব করা হয়েছে। নদিয়ার জেলাশাসকের দায়িত্ব দেওযা হয়েছে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদকে। পশ্চিম বর্ধমানের জেলাশাসকের দায়িত্বে আনা হয়েছে পোন্নামবালম এস-কে। তিনি ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক ও জিটিএ-র দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।
হাওড়ার জেলাশাসক মুক্তা আর্যকে পাঠানো হয়েছে হুগলিতে। হাওড়ার জেলাশাসক হয়েছেন দিপাপ প্রিয়া। তিনি ছিলেন হুগলির জেলাশাসক। বাঁকুড়ার জেলাশাসক রাখিয়া আইয়ারকে কেপিআইটি নির্দেশক করা হয়েছে। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ানকে অর্থ দফতরের বিশেষ সচিব করা হয়েছে। কোচবিহারের জেলাশাসক হয়েছেন অরবিন্দকুমার মিনা। হরিশঙ্কর পনিকরকে স্ট্যাম্প বিভাগের রেজিস্ট্রার এবং কমিশনার করা হয়েছে। সুরেশকুমার জগৎ হয়েছেন বন দফতরের যুগ্মসচিব। আবার আলিপুরদুয়ারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে উত্তর দিনাজপুরের জেলাশাসক করা হয়েছে। আর আলিপুরদুয়ারের জেলাশাসক করা হয়েছে আর বিমলাকে। কালিংম্পংয়ের জেলাশাসক ছিলেন তিনি। কালিংম্পংয়ের জেলাশাসক করা হয়েছে সুব্রহ্মণ্যম টি-কে। কালনার মহকুমা শাসক করা হয়েছে শুভম আগরওয়ালকে। আশিস কুমারকে বসিরহাটের মহকুমা শাসক করা হয়েছে। এ ছাড়াও আরও চার জন নতুন আধিকারিককে নিয়োগ করা হয়েছে রাজ্য প্রশাসনে।
আরও পড়ুন: রাজ্যপাল অসত্য বলেছেন, দাবি উচ্চশিক্ষা দফতরের
অন্যদিকে রাজ্য পুলিশ প্রশাসনে পুলিশে মোট ৩১টি পদে রদবদল হয়েছে। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে থাকা রশিদ মুনির খানকে পশ্চিমবঙ্গ পুলিশের ডিআইজি (হেড কোয়ার্টার) করা হয়েছে। মিরাজ খালিদকে ডিআইজি পুরুলিয়া থেকে কলকাতা পুলিশে আনা হয়েছে। তিনি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (এস্টাবলিশমেন্ট) পদে বদলি হয়েছেন। কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমারকে বারাসত রেঞ্জের ডিআইজি করা হয়েছে। দ্যুতিমান ভট্টাচার্যকে হাওড়া কমিশনারেটে ডিসি (হেড কোয়াটার) থেকে সরিয়ে কোচবিহারের পুলিশ সুপারের পদে পাঠানো হয়েছে।
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথকে করা হয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার হয়েছেন সৌম্যদীপ ভট্টাচার্য। বারুইপুরের পুলিশ সুপার পুষ্পাকে পাঠানো হয়েছে কলকাতা সশস্ত্র বাহিনীর দ্বিতীয় ব্যাটেলিয়ানের দায়িত্বে। ডায়মন্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালিকে করা হয়েছে বারুইপুর জেলা পুলিশের সুপার। হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল রাঘব সি-কে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তকে করা হয়েছে ডায়মন্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।