কলকাতা: ব়্যাগিং রুখতে হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার। মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৈঠক থেকে র্যাগিং রুখতে নয়া অ্যান্টি ব়্যাগিং হেল্পলাইন (Anti Ragging Helpline) নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী। ২৪ ঘণ্টার জন্য চালু থাকবে হেল্পলাইন নম্বর। রাজ্যের যে কোনও জায়গা থেকে এই নম্বরে অভিযোগ জানানো যাবে। নম্বরটি হল-১৮০০-৩৪৫-৫৬৭৮।
এদিন মমতা বলেন, বাবা মা অনেক কষ্ট করে ছেলে মেয়েদের বড় করে তারপর যদি ওই ঘটনা হয় তা ভয়ঙ্কর। যাদবপুর সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় ব়্যাগিংয়ের শিকার হয় পড়ুয়ারা। নতুন কোনও পড়ুয়া র্যাগিং-এর শিকার হলে অ্যান্টি ব়্যাগিং হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। এদিন থেকে খুলে দেওয় হল ওই নম্বর। ২৪ ঘণ্টার জন্য খোলা থাকবে ওই নম্বর।বর্তমান পরিস্থিতিতে পড়ুয়াদের কথা মাথায় রেখেই চালু হল টোল ফ্রি হেল্পলাইন নম্বর
আরও পড়ুন: ‘শ্রীভূমি’র সুজিত বসুকে ‘ব্লক’ করে দেওয়ার হুঁশিয়ারি মমতার, ভিআইপি রোড সচল রাখার স্পষ্ট নিদান
এদিন মমতা বলেন, শুধু যাদবপুর নয় অনেক জায়গায় অত্যাচার হয়। আমাদের সময় এ সব ছিল না। এখন দেখছি এইসব বেড়েছে। দেশ যত উন্নয়ন দিকে এগোচ্ছে, তত অধঃপতনও হচ্ছে। তিনি যাদবপুরের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। কোনও বিশ্ববিদ্যালয়, কলেজে কারওর উপরে কোনও ধরনের অত্যাচার-র্যাগিং হলে হেল্পলাইন নম্বর আপনাদের অভিযোগ জানাবেন। অভিযোগকারীর নম্বর গোপন রাখা হবে। যাতে কেউ না পায়, পুলিশকে বলব তা নিশ্চিত করতে৷ পুলিশকে সেফ লকার বানানোর কথা বলেন মুখ্যমন্ত্রী। ফোন পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলেই জেলায় জেলায় যে অ্যান্টি-র্যাগিং কমিটি আছে, তাদেরকে বিষয়টি জানানো হবে। সেখান থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হবে।