কলকাতা: রাজ্যে লগ্নি আনতে এবার বিদেশে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি দুবাই ও স্পেনে যাবেন মুখ্যমন্ত্রী। দুবাইতে অনাবাসী ভারতীয় শিল্পপতি সহ সেখানকার শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। দুবাইয়ে তিন দিন থাকার পর স্পেনে যাবেন। স্পেনে পাঁচ-ছয় দিনের কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। স্পেনে গিয়েও সেখানকার বণিক সভা ও শিল্পপতিদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী।
সেপ্টেম্বরের মাঝামাঝি এই দুই দেশে যেতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুমোদনের জন্য আবেদন জানিয়েছে নবান্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে অনুমোদন এলেই মুখ্যমন্ত্রীর বিদেশ যাত্রা চূড়ান্ত হবে। ইতিমধ্যেই রাজ্যের শিল্প দফতর এই বিষয় নিয়ে একাধিক অনাবাসী ভারতীয় শিল্পপতির সঙ্গে প্রাথমিক আলাপ আলোচনা করেছে বলেও নবান্ন সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন:যাদবপুরের রিপোর্টে সন্তুষ্ট, বুধবার আসছে না ইউজিসির দল
চলতি বছরের নভেম্বর মাসে রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন হবে। তার আগেই বিদেশ থেকে লগ্নি আনতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তেল পরিশোধনাগার সংক্রান্ত শিল্পের জন্য একাধিক জায়গা রয়েছে। দুবাই গিয়ে একাধিক শিল্পপতির সামনে রাজ্যের শিল্প বিনিয়োগের পরিবেশ বিশেষত খনিজ শিল্পে কী কী সম্ভাবনা রয়েছে তা তুলে ধরতে চান খোদ মুখ্যমন্ত্রী।