কলকাতা : তিনি এলেন । বললেন । ঝড় তুললেন । (Mamata Banerjee)
পুরভোটের (Civic Polls) প্রচারে প্রথম বার নেমেই বুঝিয়ে দিলেন বাংলার উন্নয়ন ছাড়া কোনও কিছুই তাঁর কাছে অগ্রাধিকার নয় । কাউন্সিলরদের কাজের রূপরেখা বেঁধে দিলেন । বুঝিয়ে দিলেন, কোনও রকম গাফিলতি সহ্য করা হবে না । মানুষের পাশে থাকতে হবে । মানুষের ডাকে সবার আগে পৌঁছে যেতে হবে । একই সঙ্গে মমতার ঘোষণা, পুরসভার কাজকে (KMC) আরও স্বচ্ছ-গতিময় এবং সহজ করার জন্য একাধিক কাজ অনলাইনে করার কথা । ক্ষমতায় এলে আগামী দিনে বাড়ির অনুমতি, ট্যাক্স-সহ একাধিক কাজ যে অনলাইনের মাধ্যমে করা হবে, ফুলবাগানের সভা থেকে ঘোষণা করলেন মমতা ।
বিকেল সাড়ে চারটে । তৃণমূল নেত্রী আসছেন খবর ছিল আগে থেকেই । উত্তর কলকাতার প্রার্থীদের হয়ে আজ প্রচার করলেন নেত্রী । সভাস্থল ফুলবাগান । তিল ধারনের জায়গা নেই । পৌনে পাঁচটা । মঞ্চে উঠলেন । তুমুল করতালি । বুঝিয়ে দিল বাংলা বাংলার মেয়েকেই চায় ।
মঞ্চে উঠেই মমতার ঘোষণা, আজ বাংলা যা ভাবে, পরশু সেটা দেশের মানুষ তা ভাবেন । বললেন, “বাংলা এখন দেশের সামনে নজির তৈরি করেছে । বাংলার কাজ দেশে ছড়িয়ে দেওয়াই এই মুহূর্তে আমাদের লক্ষ্য । বাংলার মানুষ গর্ব করতে শিখিয়েছে ।” ফুলবাগানে পুরভোটের প্রচারে মমতা দাবি করলেন, দেশের মধ্যে টিকাকরণে কলকাতা প্রথম । বহু মানুষের দ্বিতীয় ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে । পাশাপাশি তুলে ধরলেন স্বাস্থ্য সাথী, বিনামূল্য রেশন, দুয়ারে সরকারের কথা । বুঝিয়ে দিলেন, কী ভাবে তৃণমূল কংগ্রেসের সরকার রাজ্যের মানুষের জন্য কাজ করে চলেছে ।
বাড়ির প্ল্যানের অনুমতি নেওয়ার বিষয়টি নিয়ে এত দিন নানা অভিযোগ শোনা যেত । অভিযোগ আসত কাটমানির । আজ নেত্রী বুঝিয়ে দিলেন এই সব একাধিক অভিযোগ তাঁর কানে এসেছে । আর তাই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর ঘোষণা এ বার থেকে এই কাজ হবে অনলাইনে । আবার বিধায়ক-সাংসদদের দ্বারা যে কাজ করা সম্ভব হয় না, সেটা পূরণ করতে হবে কাউন্সিলরদের । সাধারণ মানুষ তাঁদের অভাব-অভিযোগ নিয়ে সবার আগে যান কাউন্সিলরের কাছে । এ প্রসঙ্গেই মমতার নির্দেশ, কোনও দিন কোনও মানুষ যেন কাউন্সিলরদের কাছ থেকে ফিরে না আসেন ।
আরও পড়ুন- পুরুলিয়ার মানবাজারে পানীয় জলের দাবিতে অনশন
এ বার পুরভোটে প্রার্থী তালিকা ঘোষণা পর বেশ কিছু জায়গায় ক্ষোভ শোনা গিয়েছিল । আজ প্রচার সভা থেকে এ প্রসঙ্গেও মুখ খুলতে শোনা গেল তৃণমূল নেত্রীকে । বললেন, “অনেক পুরনো কাউন্সিলরকে টিকিট দেওয়া হয়নি । কারণ কাজের নিরিখে বিচার করে টিকিট দেওয়া হয়েছে ।” কাজ না করলে আগামী দিনে টিকিট পাওয়া যাবে না বলেও স্পষ্ট করে দেন মমতা ।
সভা থেকে গত পুরবোর্ড কী কাজ করেছে তার রূপরেখাও তুলে ধরেন মমতা । দাবি করেন, কলকাতার রাস্তা-সৌন্দর্যায়নের প্রসঙ্গ । মমতার কথায়, “কলকাতার মানুষ বিনামূল্য জল পান । এখানকার নিকাশি ব্যবস্থা অনেক উন্নত । আলো দিয়ে গোটা কলকাতাকে সাজিয়ে দেওয়া হয়েছে । আগামী দিনে আরও কাজ করা হবে ।” করোনা মোকাবিলায় কলকাতা পুরসভার কাজের প্রশাংসাও শোনা গেল মমতার গলায় ।