কলকাতা, ৯ এপ্রিল : শরদ পাওয়ারের বাড়িতে হামলার ঘটনায় কড়া নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । শনিবার সকালে টুইট করে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, ‘দেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদের বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা করছি।’ একই সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই ঘটনায় কড়া পদক্ষেপ করার কথা ঘোষণা করায় সাধুবাদ জানিয়েছেন তিনি । প্রসঙ্গত, কালকের ঘটনায় ১৩২ জনের বিরুদ্ধে এফআইআর করেছিল । তার মধ্যে ১০৪ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ।
গতকাল, শুক্রবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে হামলার অভিযোগ ওঠে । প্রায় শতাধিক মহারাষ্ট্র পরিবহণ কর্মী আচমকাই বিক্ষোভ দেখাতে শুরু করেন পাওয়ারের সিলভার ওক আবাসনের বাইরে । চটি-জুতো ছোড়া হয় বলেও অভিযোগ । পাথরও ছোড়া হয় । রাজ্য বাস পরিবহণ নিগমের কর্মচারিদের অভিযোগ, কর্মীদের অভাব-অভিযোগ শুনতে ব্যর্থ হয়েছেন শরদ পাওয়ার । গত পাঁচ মাস ধরে হরতাল করছেন বাস কর্মীরা । তারপরও মেলেনি কোনওরকম আশ্বাস।
পাওয়ারের বক্তব্য, পরিবহণ কর্মচারীদের কেউ ভুল বোঝানো হয়েছে । সেই কারণেই এই হামলা । রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এটা আসলে জোটে অস্থিরতা তৈরিরই অঙ্গ । সেই কারণেই জোটের শীর্ষনেতাকে নিশানা করা হয়েছে । এমনিতেই উদ্ধবের কাজকর্ম নিয়ে এনসিপি এবং কংগ্রেস অসন্তুষ্ট । তা নিয়ে জল্পনা মাথাচাড়া দিতে মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে বলেছেন, যৌথ পরিবারে আমরা মিলেমিশে আছি । কেউ আমাদের ভাঙন ধরাতে পারবে না ।
আরও পড়ুন : Tapan Kandu Murder: ঝালদায় পাঁচ পুলিসকর্মীকে ফের তলব সিবিআইয়ের