দার্জিলিং: তিনি চেয়েছিলেন। আশ্বাস দিয়েছিলেন। কথা দিয়েছিলেন, কেন্দ্র অনুমতি না দিলে ইউক্রেন (Ukraine) থেকে ফিরে আসা ডাক্তারি পড়ুয়াদের নিয়ে দিল্লি যাবেন। মঙ্গলবার দার্জিলিং থেকে ডাক্তারি পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবারই রাজ্যের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কেন্দ্র। সংসদে নিজেদের অবস্থান স্পষ্ট করার পরই কেন্দ্র বিরোধী সুর সপ্তমে তুললেন মমতা।
ইউক্রেন থেকে আসা পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় মমতা বলেছিলেন, বাড়তি টাকা খরচ না করে এ রাজ্যে থেকেই পড়া শেষ করতে পারেন পড়ুয়ারা। সরকারি মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপের সুযোগ দেবে সরকার। তার জন্য মিলবে ভাতা। কারও যাতে বছর নষ্ট না হয়, তা দেখা হবে। যাতে পড়ুয়াদের সরকারি মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপের ব্যবস্থা করা যায়, সে জন্য ‘ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)’-এ চিঠি লিখবে রাজ্য সরকার। এনএমসি এ বিষয়ে আপত্তি করলে পড়ুয়াদের নিয়ে দিল্লি গিয়ে কমিশনে দেখা করবেন বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সোমবার সংসদে কেন্দ্র বাংলার সেই প্রস্তাব খারিজ করে দেয়। তার পরই মঙ্গলবার কেন্দ্রকে নিশানা করলেন মমতা। তাঁর কথায়, দেশের ১৭ হাজার পড়ুয়া ইউক্রেনে পড়তে গিয়েছিলেন। সেখানে যুদ্ধ লেগেছে। তাঁরা দেশে ফিরে আসবেন সেটাই স্বাভাবিক। কেন্দ্রীয় সরকারের উচিত তাঁদের পাশে দাঁড়ানো। তাঁরা যাতে এদেশে পড়াশুনোর সুযোগ পান, তা দেখা উচিত। এর পরই মমতার খেদোক্তি, কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের পাশে দাঁড়াল না। আমরা দাঁড়িয়েছি। ডাক্তারি পড়ুয়াদের পড়ার সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। এখানেও কেন্দ্র আপত্তি করে ছাত্রদের ভবিষ্যত নষ্ট করার চেষ্টা করছে।
আরও পড়ুন: Mamata Banerjee: ইউক্রেন ফেরতদের নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার