কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, এই সরকার বিরোধীদের অপদস্থ করছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করছে। সমস্ত ক্ষেত্রে এজেন্সি ব্যবহার করে তুঘলকি কায়দায় সরকার চালাতে চাইছে কেন্দ্র। এ রকম নিকৃষ্টমানের রাজনৈতিক হস্তক্ষেপ স্ট্যালিন, হিটলার, মুসোলিনির জমানাতেও দেখা যায়নি। দেশে যা চলছে তা মেনে নেওয়া যাচ্ছে না।
সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে স্বশাসন দেওয়ার দাবি জানান মুখ্যমন্ত্রী। মমতার কথায়, দেশকে এজেন্সি রুল থেকে বাঁচাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে স্বায়ত্ত্বশাসন দেওয়া হোক। কেন্দ্র শুধুমাত্র বেতন দিক। বাকিটা ওই সংস্থার হাতেই ছেড়ে দেওয়া হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নাম না করে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ‘সব ব্যাপারে এজেন্সি ব্যবহার করে তুঘলকি কায়দায় সরকার চালাতে চাইছে কেন্দ্র। সব এজেন্সি খারাপ নয়। তাদের উপর লাগাতার চাপ সৃষ্টি করা হচ্ছে। দু’জনের হাতে অটোনমি রয়েছে।’ এই দু’জন বলতে মমতার যে মোদি-শাহকে বুঝিয়েছেন, তা বলাই বাহুল্য! বিরোধী রাজ্যগুলিকে পর্যাপ্ত টাকা দেওয়া হয় না বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, বিজেপি শাসিত রাজ্যগুলি যে টাকা পায়, আমরা তার কানাকড়িও পাই না।
আরও পড়ুন: Goa CM: গোয়ায় পর্তুগিজদের ধ্বংস করা সব মন্দির ফের গড়ে তোলা হবে: মুখ্যমন্ত্রী