কলকাতা: কয়লা-গরু পাচার কাণ্ড নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা-গরু পাচার রোধের দায়িত্ব কেন্দ্রেরই বলে তিনি স্পষ্ট করেছেন। এমনকি, কয়লা-গরু অন্যত্র থেকে বাংলার উপর দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছে অভিযোগ। কিন্তু, বাংলাকে বদনাম করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর দাবি।
সোমবার নবান্ন থেকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তথা অমিত শাহের দফতরের বিরুদ্ধে প্রশ্ন তোলেন মমতা। এ দিন তিনি বলেন, “কয়লা, গরু পাচারের উৎস অন্যত্র। কয়লা (Coal) খনিগুলো পাহারা দেয় সিআইএসএফ। সীমান্ত দিয়ে গরু (Cattle)পাচারের বিষয়টি বিএসএফের দেখার কথা। এগুলো কিছুই আমাদের হাতে নেই। রাজ্যের কী করার আছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম থেকে গরু ও কয়লা পাচার হচ্ছে বাংলাদেশে। কিন্তু এই সবকিছুর উৎস তো অন্য জায়গায়। কেন কেন্দ্র পাচারের উৎস বন্ধ করতে সক্রিয় নয়?”
কয়লা-গরু পাচার নিয়ে মুখ্যমন্ত্রীর ভাইপো তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি-সিবিআই। এ বিষয়েও মমতা গর্জে ওঠেন। মুখ্যমন্ত্রীর দাবি, কয়লাখনি এবং গরুর দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। তা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তাহলে এসব ক্ষেত্রে পাচার হলে দায় কার?
আরও পড়ুন-SSC Recruitment: নিজাম প্যালেসে হাজির এসএসসি উপদেষ্টা কমিটির চার সদস্যই
লকডাউনেও রমরমিয়ে চোরা কারবার চলার প্রসঙ্গ তোলেন মমতা। তাঁর বক্তব্য, “লকডাউনের সময় থেকেই বর্ডার এলাকায় ট্রাক চলাচল নিয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু তা হয়নি। ইডি-সিবিআইকে কাজে লাগিয়ে স্রেফ বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে কেন্দ্র।”