কলকাতা: পঞ্চায়েতে (Panchayat Vote ) এবার বিরোধীরা প্রায় ২৩ হাজার আসন পেয়েছে বলে বিধানলভায় (Assembly) দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। বৃহস্পতিবার বিরোধী বিজেপির আনা মুলতবি প্রস্তাবের উপর জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, যদি মানুষ ভোট না দিতে পারেন, তাহলে এত ভোট সবাই পেল কী করে। বিরোধীরাই তো প্রায় ২৩ হাজার আসন পেয়েছে। আর মানুষ ভোট দিতে না পারলে তা লুটই বা হল কী করে? মুখ্যমন্ত্রীর কথায়, লুট লুট ঝুট ঝুট।
এদিন মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম বিধানসভার ভোটের প্রসঙ্গ তুলতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সদস্যরা ওয়েলে নেমে আসেন।তুমুল বিক্ষোভ দেখান তাঁরা। পরে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। তার আগে শুভেন্দু বলেন, পঞ্চায়েত ভোট হয়েছে চুপিচুপি। আমরা সব বুঝে নেব। পাল্টা মমতা বলেন, ২০২৪ সালে বিজেপি ফিনিশ।
তিনদিন আগেই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ। সূত্রের খবর ওই বৈঠকে পঞ্চায়েত ভোটের ফল, দলীয় সংগঠন এবং লোকসভা ভোটের প্রাথমিক প্রস্তুতি নিয়ে কথা হয়। এদিন বিধানসভায় অবশ্য মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ওই বৈঠকে বাংলার বিরুদ্ধে ষড়ষন্ত্রের পরিকল্পনা হয়েছে। ওদের লোকরাই আমাকে কিছু কিছু খবর দেয়। আমাদের তো কিছু সোর্স আছে। সেখান থেকেও খবর পাই। ১০টা লোকের টিম আসবে। ওরা স্টিং অপারেশন করাবে। নানা রকম ফেক নিউজ ছড়াবে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। পাহাড়ে উত্তরবঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন ঘটাবে ওরা। তিনি আরও বলেন, মতুয়াদের নানা ভাবে ব্যবহার করা হবে। মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ তুলে বাংলাকে হেও করার চেষ্টা হবে।