পুরুলিয়া: বিজেপি সরকার ভেজাল সরকার, ২০২৪-এ বিদায় দিন। মঙ্গলবার পুরুলিয়ার শিমুলিয়ায় এসে দলীয় কর্মিসভায় আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে তাঁর ঘোষণা, হায়দরাবাদের ফিল্ম সিটির আদলে ফিল্ম সিটি তৈরি হবে পুরুলিয়ায়। এ ছাড়াও রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকার শিল্প গড়ে উঠবে বলে জানান মুখ্যমন্ত্রী। ভাষণের শুরুতেই মমতা বলেন, প্রায় এক বছর পরে আমি এখানে এসেছি। বিজেপিকে দুষে তিনি বলেন, ভোটে জেতার পর থেকে বিজেপির আর দেখা নেই। বিজেপির সাংসদ এখানে আসেন না।
একই সঙ্গে তিনি এও বলেন যে, এখানে আমাদের দলের লোকেরা ভুল করেছে। তাই আমাদের হার হয়েছে। জেতার পর থেকেই বিজেপি সাংসদ বেপাত্তা। বিজেপি সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, নির্বাচন চলে গেলেই এরা উধাও হয়ে যায়। গ্যাসের দামবৃদ্ধি নিয়ে ও পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কঠোর সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকার ভেজাল সরকার। নোটবন্দির সময় নতুন করে নোট ছাপানোর সময় ভেজাল ৫০০ টাকার নোট চালিয়ে দিয়েছে। আর প্রতিবাদ করলেই ইডি-সিবিআই লেলিয়ে দিচ্ছে।
এদিনের ভাষণে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকার শুধু পুরুলিয়া নয়, গোটা রাজ্যের উন্নয়ন করছে। শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজসাথী, কৃষকবন্ধু আমরাই দিয়েছি। কেন্দ্র বাংলা থেকে টাকা নিয়ে গেলেও সময় মতো টাকা দিচ্ছে না। এর ফলে অনেক উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee: ১০০ দিনের টাকা দিন, নাহলে বিদায় নিন, কেন্দ্রকে তোপ মমতার