কলকাতা: শুক্রবার শেষ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে গত দেড় মাস ধরে চলা তৃণমূলের নবজোয়ার যাত্রা। আজই ৫০ তম দিনে পড়তে চলেছে এই কর্মসূচি। সে কারণে কাকদ্বীপের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে এদিন একই মঞ্চে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক। গত ২৫ এপ্রিল কোচবিহারের দিনহাটা থেকে শুরু হয়েছিল তৃণমূলের নবজোয়ার যাত্রা। নবজোয়ারের শেষদিনে আসন্ন পঞ্চায়েত ভোটে মমতা-অভিষেক কী বার্তা দেন সেদিকেই নজর রয়েছে সকলের।
এদিকে পঞ্চায়েত ভোটের মনোনয়নকে ঘিরে গত কয়েকদিনে রাজ্য জুড়ে অশান্তির ছবি সামনে এসেছে। রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে ভাঙড় ও ক্যানিংয়ে। পাশাপাশি বৃহস্পতিবার ভাঙড়, চোপড়া সহ নবগ্রামে শাসক-বিরোধী সংঘর্ষে প্রাণ গিয়েছে কয়েকজনের। গতকালই চোপড়া কাণ্ডে তৃণমূল কোনওভাবেই জড়িত নয় বলে জানিয়ে দেন মমতা। পাশাপাশি ভাঙড়ের অশান্তির পিছনে আইএসএফকেই দায়ী করেন তিনি। আইএসএফের নাম না করে মমতার বক্তব্য, মুসলিমরা আমার ভাই। কিন্তু, তাদের বিপথে পরিচালিত করে, সাম্প্রদায়িক স্লোগান দিয়ে, ওখানে ভাঙচুর, লুটতরাজ, অগ্নিসংযোগ করা হয়েছে বলে বলেন মমতা। প্রশাসনকে আমি বলেছি, কঠোর পদক্ষেপ নিতে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Governor | হিংসা উপদ্রুত ভাঙড়ে রাজ্যপাল
সেইসঙ্গে রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়। এই মামলায় আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। তারইমাঝে আজ একই মঞ্চে দেখা যাবে মমতা-অভিষেককে। সেই মঞ্চ থেকে আসন্ন পঞ্চায়েতে বিরোধীদের উদ্দেশে তাঁরা কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সকলে।