লখনউ: পর পর দু’দিন সংসদে দাঁড়িয়ে কোভিড (Corona India) মোকাবিলায় নিজের সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছিলেন৷ আর এবার সেই কোভিড নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)৷ সরাসরি তিনি বিজেপি-মোদিকে বলেন, আগে ক্ষমা চান দেশের মানুষের কাছে৷ ক্ষমা চান রাজ্যের মানুষের কাছে । তারপর ভোট চাইবেন৷ মমতার কথায়, করোনায় যে ভাবে মানুষকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে উত্তরপ্রদেশের সরকার তা শুধু নিন্দার না, ঘৃণার, মানবিকতা বিরোধী৷
মঙ্গলবার লখনউ থেকে অখিলেশ যাদবের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন মমতা৷ মঞ্চ থেকে সরাসরি বিজেপি সরকার-নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন৷ মমতার অভিযোগ, বিজেপি বিরোধীদের কন্ঠরোধ করছে৷ বিরোধীদের মিছিল-সভা বেআইনি ভাবে বন্ধ করে দিচ্ছে ৷ পাশাপাশি এদিনের সভা থেকে বাংলায় তৃণমূলের প্রচারে জয়া বচ্চন এবং কিরণময় নন্দকে পাঠানোর জন্য অখিলেশকে ধন্যবাদ জানান মমতা৷ তাঁর কথায়, ‘‘উত্তরপ্রদেশে বিজেপিকে হারানোর জন্য অখিলেশকে জেতাতেই হবে৷’’ এরপরই করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন৷ উত্তরপ্রদেশে বিজেপি-যোগী সরকারের ভূমিকারও নিন্দা করেন মমতা ।
মমতা বলেন, ‘‘উত্তরপ্রদেশে বিজেপির রাজত্বে মেয়েদের সুরক্ষা নেই৷’’ হাথরসের ঘটনার উদাহরণ টেনে মমতা বলেন, যে ভাবে এ রাজ্যে মেয়েদের উপর অত্যাচার চলছে তা ক্ষমতার অযোগ্য৷ এর পরই মমতা বলেন, বাংলায় ভোটে মমতাকে হারাতে প্রচারে গিয়েছিলেন মোদি৷ কোভিডকে হারাতে নয় । ’’
আরও পড়ুন-কেন্দ্রের তোপে দক্ষিণ ভারতের চ্যানেল মিডিয়াওয়ান
এর পরই তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশে শুনেছি বিজেপির ইস্তাহারে বলা হয়েছে মেয়েদের স্কুটার দেওয়া হবে৷ ’’ এ প্রসঙ্গে মমতার প্রশ্ন, যদি কিছু দিতেই এত প্রচার কেন? আমরা তো বাংলার মেয়েদের সাইকেল দিয়েছি৷ একটি বারের জন্য প্রচার করতে হয়নি৷ কন্যাশ্রী-যুবশ্রীর মতো একাধিকা প্রকল্প চালু করা হয়েছে । এর সুবিধা বাংলার মানুষ পাচ্ছেন । এই কাজ করার জন্য আমাদের প্রচার করতে-নিজেদের ঢাক পেটাতে হয়নি- মন্তব্য মমতার ।
হাথরস এবং উন্নাওয়ের ঘটনায় বিজেপি সরকারের আসল চেহারা সামনে এসেছে বলেও কটাক্ষ করেন মমতা৷ তাঁর আরও অভিযোগ, উত্তরপ্রদেশে করোনায় মৃতদের দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল৷ পবিত্র গঙ্গাকে অপবিত্র করেছে বিজেপি৷ আমরা সেই সব দেহ তুলে সৎকার করেছি৷ এই সরকার মানুষের কন্ঠরোধ করে৷ সমাজকর্মীদের কন্ঠরোধ করে৷ বিরোধীদের কন্ঠরোধ করে৷ সাম্প্রদায়িক উস্কানি ছড়ায়৷ আমরা এ সবের ঘৃণা করি৷ লখনউয়ের সভামঞ্চ থেকে এভাবেই বিজেপিকে নিশানা করলেন মমতা৷