গঙ্গা: গঙ্গা (Ganga) গর্ভে একের পর এক বিলীন হয়ে যাবে গ্রাম? মুর্শিদাবাদের (Murshidabad) পর এবার সেই আতঙ্ক মালদহের (Malda)। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে এবার আমরা ভয়াবহ গঙ্গা (Ganga Land) ভাঙনের (Erosion) ছবি দেখেছি। গ্রাম পর গ্রামের মানুষ ভয়ে ঘর বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেয়। এবার সেরকমই ঘটনা ঘটতে চলেছে মালদহে। গঙ্গার রাক্ষুসে রূপে তলিয়ে গেলো নদী বাঁধ। আর কিছুটা অংশ নদীগর্ভে গেলেই বন্যায় প্লাবিত হবে ভূতনি থানা এলাকা। প্লাবনের আশঙ্কায় ভূতনি চড়ের তিনটি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ। মালদহের মানিকচক ব্লকের ভুতনি থানার কালটনটোলা এলাকায় নদী বাঁধ ভেঙ্গে যাওয়ায় আতঙ্কে বহু পরিবার। এখনও পর্যন্ত ভাঙ্গা বাঁধ মেরামতির জন্য কোনও পদক্ষেপ করেনি প্রশাসন, বলে অভিযোগ এলাকার মানুষজনের। আতঙ্কের মধ্যে বাড়িঘর ভেঙে অন্যত্র সরছেন নদী তীরবর্তী পরিবারগুলি।
ভূতনির এই কালটনটোলা এলাকায় প্রত্যেক বছরই ভাঙন হয়। বিগত বছরগুলোর ভাঙনে নদীর তীরবর্তী সর্বস্বই জমিগুলি খেয়েছিল গঙ্গা ও কোষী। তবে এবছর নদী ভাঙ্গন যেন বাঁধ গিলে খাবে সেই আশঙ্কা করছিলেন স্থানীয়রা। গত দিন কয়েক ধরে চলা ভাঙনে বাঁধ এবারে গঙ্গা গর্ভে তলিয়েছে। অবশিষ্ট কিছু অংশ রয়েছে তাতেই আটকে রয়েছে গঙ্গা ও কোষী নদীর জল। বারবার ভাঙ্গন হলেও প্রশাসনিক ভূমিকা ও সরকারি কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজন। ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকা থেকে নিজেদের বাড়িঘর অন্যত্রে সরিয়ে নিয়ে যেতে শুরু করেছেন এলাকার মানুষজন।
আরও পড়ুন: অনুব্রতকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, মন্তব্য কাজল শেখের
ইতিমধ্যেই এই ভাঙন এলাকা পরিদর্শন করেছেন মানিকচক ব্লকের বিডিও শ্যামল মন্ডল। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাঙন সম্পর্কে কিছু বলতে চাননি বিডিও শ্যামল মন্ডল।