শিলিগুড়ি: ধসের কারণে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে গেল৷ কার্যত, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল৷ ধসের কারণে, শিলিগুড়ি-সিকিম ও শিলিগুড়ি-কালিম্পং রুটে যান চলাচল বন্ধ রয়েছে বলে শিলিগুড়ি পুলিশ জানিয়েছে৷
স্থনীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরের পরে ২৯ মাইলের ১০ নম্বর জাতীয় সড়কের কাছে বড় ধসে নামে৷ যা মেরামত করতে দীর্ঘক্ষণ সময় লাগবে৷ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে বিজ্ঞপ্তি জারি করে ভারী পণ্যবাহী গাড়ি গুলিকে শিলিগুড়ি থেকে ওই দুই রুটে না এগনোর বার্তা দেওয়া হয়েছে৷ ছোট গাড়ি গুলিকে করনেশন ব্রিজ,তিস্তা ও রংপো রুটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷
URGENT TRAVEL ADVISORY.
There is a major landslide at 29 mile (NH10) which may take long to clear.Goods Vehicles should not take that route from Siliguri until further orders
Small vehicles shall be diverted from Coronation Bridge, Teesta, and Rungpo.
— Siliguri Police Commissionerate (@SiliguriPolice) October 19, 2021
সোমবার রাত থেকে দার্জিলিং জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং ছাড়াও উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বৃষ্টির জেরে ধস নামে৷ বেশ কিছু জায়গায় রাস্তা বন্ধ হয়ে যায়। কিছু জায়গায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, দার্জিলিংয়ে যাওয়ার ৫৫ নম্বর জাতীয় সড়ক খোলা আছে।
আরও পড়ুন-পাহাড়ি ধস ও বৃষ্টিতে কেদারনাথে আটকে বাঙালি পর্যটকরা
হুড়হুড় করে জল ঢুকছে৷ নিজস্ব চিত্র৷
ভারী বৃষ্টিতে পাহাড়ের বিভিন্ন রাস্তার উপর দিয়ে জল বইছে৷ দার্জিলিংয়ের গোক থেকে সিঙ্গেল বাজারে যাওয়ার লোহার ব্রিজের ওপর ধস নামায় রাস্তা বন্ধ হয়ে যায়। রিম্বিক, বিজনবারির বিভিন্ন জায়গায় নেমেছে ধস। সুখিয়াপোখরি থেকে মানভঞ্জন যাওয়ার রাস্তাও ধসের ফলে বন্ধ হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে, ক্রমাগত প্রবল বৃষ্টির জন্য ধস সরানোর কাজ ব্যাহত হচ্ছে।
দার্জিলিংয়ের গোক থেকে সিঙ্গেল বাজারে যাওয়ার লোহার ব্রিজের ওপর ধস৷ নিজস্ব চিত্র৷
আরও পড়ুন-২৯ মাইলে ধসের কারণে যান চলাচল বন্ধ, শিলিগুড়ি থেকেই রুট বদল ছোট গাড়ির
শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তাও বেশ কয়েক জায়গায় ধস নেমেছে৷ সিকিমের গুরুদোম্বা, প্রবল বৃষ্টির সঙ্গে তুষারপাতের জন্য পর্যটকদের জন্য মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। সিকিম সহ দার্জিলিংয়ের মানভঞ্জন ও সান্দাকফুতে ঘুরতে যাওয়া পর্যটকেরা আটকে পড়েছেন। শুধু পাহাড় নয় প্রবল বৃষ্টিতে দার্জিলিং জেলার শহর শিলিগুড়ি বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।