কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনায় বিদ্রোহ নিয়ে সরকার বাঁচাতে শেষমেশ আসরে নামতেই হল শরদ পাওয়ারকে। বর্ষীয়ান মারাঠা নেতা পাওয়ার দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিলেন, কী এমন ঘটে গিয়েছে, যার জন্য সরকার পড়ে যাবে? বিজেপি ফের সরকার ফেলার চক্রান্ত করছে বলে তোপ দাগলেন পাওয়ার। তিনি আরও জানিয়ে দেন, রাষ্ট্রপতি ভোট নিয়ে বিরোধীদের বৈঠকের পরই তিনি মুম্বই যাবেন। সেখানে উদ্ধবসহ জোট শরিকদের সঙ্গে কথা বলবেন।
পাওয়ার এদিন বলেন, আড়াই বছরের মধ্যে এটা নিয়ে তৃতীয়বার সরকার ফেলার ছক বিজেপির। আগের মতো এবারেও বিজেপির চক্রান্ত সফল হবে না বলেই মনে করেন তিনি। হাতে সময় আছে, কিছু না কিছু রাস্তা বেরিয়ে আসবে বলেই আস্থা প্রকাশ করেন পাওয়ার। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় অভিজ্ঞ অতীতেও এরকম সমস্যা কাটিয়ে উঠেছেন। তাই ঠান্ডা মাথায় এদিন তিনি জানিয়ে দেন, এটা শিবসেনার অভ্যন্তরীণ সংকট। এর মধ্যে সরকার পতনের সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন না।
আরও পড়ুন: Rahul Gandhi: এই আপনার ‘আচ্ছা দিন’, মোদিকে টুইটে খোঁচা রাহুলের
মহারাষ্ট্র বিধান পরিষদ নির্বাচনে জোট সরকার মহা বিকাশ আঘাড়ি এবং বিজেপি ৫টি করে বিধানসভা কেন্দ্রে জয় লাভ করে। তার কয়েক ঘণ্টার মধ্যেই আকাশের রং বদল হতে শুরু করে। শুধু তাই নয়, প্রার্থী চন্দ্রকান্ত হান্ডোরের শোচনীয় পরাজয় ঘটে। তারপরই সেনা-নেতা একনাথ শিণ্ডের নেতৃত্বে একরাতের মধ্যে পটপরিবর্তন ঘটতে শুরু করে রাজ্য-রাজনীতির। সরকারপক্ষের প্রায় ২১ জন বিধায়ককে বিজেপি গুজরাতের সুরাতের একটি হোটেলে রেখে দিয়েছে বলে জানা গিয়েছে। সংখ্যাটি আরও বেশিও হতে পারে।