কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই মহারাষ্ট্র বিধানভবনে শুরু হবে শক্তির লড়াই। রবিবার থেকে শুরু হওয়া ২ দিনের বিশেষ অধিবেশনের এদিনই শেষদিন। এদিনই হবে নয়া সরকারের আস্থা ভোট। রবিবার স্পিকার নির্বাচনে জয়ের পর বেশ কিছুটা নিরাপদ জায়গায় আছে একনাথ শিন্ডে ও বিজেপি শিবির। এদিকে, এদিন সকাল থেকেই শরদ পাওয়ারের দল এনসিপির ৫ বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ প্রসঙ্গে পাওয়ার বলেছেন, রাজ্যে ভোট আসন্ন। যাই হোক, এদিন আস্থাভোটে যে ক্রস ভোটিং হবেই, সে ব্যাপারে অনেকেই নিঃসন্দেহ। রবিবারের হারের পর উদ্ধব ও তাঁর জোট শিবিরে আরও ভাঙন ধরেছে বলেই অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: Himachal Pradesh Accident: কুলুতে বাস খাদে, শিশু-সহ নিহত বহু, চলছে উদ্ধারকাজ
এদিকে, শিন্ডে গোষ্ঠীর নয়া শিবসেনার মুখ্য সচেতক ভরত গোগাবলে বিধানসভার স্পিকারের কাছে ১৬ জন বিধায়ককে সাসপেন্ড করার আর্জি জানিয়েছেন। দলের হুইপ অমান্য করার জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। স্পিকারের অফিস এ খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে।