কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম বর্ধমানের রৌনক মণ্ডল ডাক্তার হতে চায়। ফেলুদার ভক্ত রৌনকের সাতজন গৃহশিক্ষক ছিলেন। এছাড়াও বাবা সায়েন্স গ্রুপ ও মা আর্টসের বিষয়গুলি দেখিয়ে দিতেন। বাবা কুন্তল মণ্ডল প্রাথমিক স্কুল শিক্ষক ও মা গৃহবধূ। রৌনকের বাবা জানালেন, পড়াশোনা ছাড়াও বই পড়তে ভালোবাসে। গানও করে। তবে পরীক্ষার জন্য আপাতত গানের তালিম বন্ধ রয়েছে। মা সুদীপ্তা মণ্ডলও যারপরনাই খুশি। তিনি জানালেন, ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। সিএমএস স্কুলে কেজি থেকেই প্রথম স্থান পেত ছেলে। ভলিবল তার প্রিয় খেলা। সত্যজিৎ রায়ের ছবি ও রবীন্দ্রনাথের গান রৌনকের অবকাশ কাটানোর বিষয়। দিন ৮ ঘণ্টার মতো পড়ায় সময় কাটালেও কল্পবিজ্ঞানের বই পেলে সেটা না শেষ হওয়া পর্যন্ত ছাড়ত না।
আরও পড়ুন: Mamata Banerjee: মমতার শুভেচ্ছাবার্তা কৃতী ছাত্রছাত্রীদের
রৌনকের সঙ্গেই ৬৯৩ নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছে অর্ণব গড়াই। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র অর্ণব ভালো ফলের আশা করলেও প্রথম হবে বলে ভাবেনি। আলাদা করে কোনও পড়াশোনা করেনি। অর্ণবও ডাক্তার হতে চায়। কিন্তু কেন সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে? জবাবে সে বলে, এখানে গ্রামে ভালো ডাক্তারের অভাব রয়েছে। তাই সে গরিব মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চায়। প্রথাগত পড়াশোনা ছাড়াও অর্ণবেরও প্রিয় সত্যজিৎ রায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। ক্রিকেটে বিরাট কোহলির ভক্ত অর্ণব। তার বক্তব্য অনুযায়ী শুধুমাত্র পাঠ্যবই ভালো করে পড়লেই হবে। খুব বিশেষ সহায়িকা বইয়ের সাহায্য সে নেয়নি।