কলকাতা: পাঁচ বছর পরে নারদ(Narada) ঘুষ কেলেঙ্কারির চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(Enforcement Directorate) বা ইডি(ED)। সেখানে তৃণমূলের হেভিওয়েট ব্যক্তিদের নাম রয়েছে। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। যিনি এখন কামারহাটি কেন্দ্রের বিধায়ক।
ED-র দেওয়া চার্জশিটে নাম থাকার কারণে খুশি হয়েছেন মদন। নিজের মুখে সেই কথা জানিয়েও দিয়েছেন তিনি। নারদ নিউজের প্রকাশিত ভিডিও-তে সাত সকালে লুঙ্গি পরা অবস্থায় বিছানায় শুয়ে টাকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৬ সালের মার্চ মাসে বিহানসভা নির্বাচনের মুখে ফাঁস হয়েছিল সেই ভিডিও। সেই সময়ে সারা কাণ্ডে নাম জড়নোয় শ্রীঘরে ছিলেন মদন মিত্র।
পাঁচ বছরের বেসি সময় পরে সেই নারদ কেলেঙ্কারির তদন্তের চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে নাম থাকার বিষয়ে মদন মিত্র বলেছেন, “ওখানে(চার্জশিটে) আমার নাম থাকার কারণে আমি খুব খুশি হয়েছি। যদি নাম না থাকতো তাহলে আমি অপমানিত বোধ করতাম।”
আরও পড়ুন- রোগীর পেট থেকে বের হল ৩০০ গ্রামের টিউমার, বিরল নজির বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের
গত বুধবার নারদ কাণ্ডে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ প্রত্যাশিত মত তাতে একাধিক হেভিওয়েট তৃণমূল নেতাদের নাম রয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে প্রিভেশনঅফ অফ মানি লন্ডারিং বা আর্থিক তছরুপের অভিযোগ এনে তদন্ত শুরু করেছিল ইডি৷ তার পর আজ সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জার নামে চার্জশিট পেশ করেন তদন্তকারীরা৷ এঁদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ইডি৷ কিন্তু তালিকায় শুভেন্দু অধিকারীর নাম নেই। যাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছিল।
নারদ ভিডিও-তে মদনের টাকা নেওয়ার মুহূর্ত
চার্জশিটে মুকুল রায়ের নাম নেই। যদিও মুকুলবাবুকে টাকা নিতে দেখা যায়নি। কিন্তু শুভেন্দুকে দেখা গিয়েছিল। ইডি-র চার্জশিটে রাজ্যের বিরোধী দলনেতার নাম বাদ পড়ায় রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে৷ চার্জশিটে শুধু বলা হয়েছে, শুভেন্দুকে নিয়ে আরও তদন্তের প্রয়োজন৷ এই বিষয়ে মদন মিত্র বলছেন, “ইডি-র চার্জশিটে শুভন্দু অধিকারীর নাম নেই কারণ উনি এখন বিজেপি নেতা।”