লুধিয়ানা: লুধিয়ানা জেলা আদালতে বিস্ফোরণের (Ludhiana court blast) ঘটনায় ‘বম্বার’-এর এক বান্ধবীকে শনিবার গ্রেফতার করল পঞ্জাব পুলিস (Ludhiana forensic report) । ধৃত মহিলা কনস্টেবল লুধিয়ানার এসপি অফিসে পোস্টিং রয়েছেন। অভিযুক্ত গগনদীপ সিংয়ের ফোন কল ঘেঁটে তাঁর এই বান্ধবীর সন্ধান পান তদন্তকারীরা। পঞ্জাব পুলিস (Punjab Police) সূত্রে এদিন এক বিবৃতিতে জানানো হয়, লুধিয়ানা জেলা আদালত বিস্ফোরণে মহিলার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে (explosives) ।
লুধিয়ানা বম্বারের পরিচয় শুক্রবারই সামনে আসে।গগনদীপ সিং।পঞ্জাব পুলিসে হেড কনস্টেবল হিসেবে একসময় চাকরি করেছেন। মাদকপাচার মামলায় জড়িয়ে পড়ায় ২০১৯ সালে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল বছর তিরিশের এই পুলিসকর্মীকে। তদন্তকারীরা জানাচ্ছেন, গগনদীপ সিংয়ের বিরুদ্ধে এক নয়, একাধিক মামলা রয়েছে। তাঁর বাড়ি লুধিয়ানার খন্নায়।
আরও পড়ুন: Ludhiana Court Blast: লুধিয়ানা আদালতে বিস্ফোরণে ৩ কেজি আরডিএক্স ব্যবহার হয়েছিল, দাবি ফরেন্সিকে
২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার লুধিয়ানা জেলা দায়রা আদালতের তৃতীয় তলের শৌচাগারে বিস্ফোরণে নিহত হন গগনদীপ। বিস্ফোরণে গুরুতর জখম হন আরও ৬ জন। তদন্তকারীদের ধারণা, শৌচাগারে বিস্ফোরক রাখতে গিয়ে কোনও ভাবে বিস্ফোরণে মৃত্যু হয় প্রাক্তন ওই পুলিসকর্মীর। কিন্তু কী উদ্দেশ্য নিয়ে বিচারব্যবস্থাকে টার্গেট করা হল, তদন্তকারীদের কাছে তা স্পষ্ট নয়। গোটা ঘটনায় পাক মদতপুষ্ট খালিস্তানি জঙ্গি সংগঠনের ভূমিকা উড়িয়ে দিতে পারছে না পুলিস।
পঞ্জাব পুলিস ছাড়াও এনআইএ-র টিম লুধিয়ানা বিস্ফোরণের তদন্ত করেছে। ফরেন্সিক পরীক্ষার পর নিশ্চিত করা হয়েছে, বিস্ফোরণে ২-৩ কেজি আরডিএক্স ব্যবহার করা হয়েছে।