কলকাতা: ইন্ডিয়া জোট (INDIA Alliance) দানা পাকছে বলেই গ্যাসের দাম (LPG Gas Price) কমাল কেন্দ্র। এমনটাই দাবি করছে বিরোধীরা। মঙ্গলবার এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম অনেকটাই কমেছে। লোকসভা ভোটের আগে এটা কেন্দ্রের মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। এই নিয়ে এদিন টুইট করেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, দু মাসে ইন্ডিয়া জোটের মাত্র দুটি বৈঠক হয়েছে, আর তাতেই ২০০ টাকা দাম কমে গেল এলপিজি গ্যাসের। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল নেত্রী এই টুইট করে বোঝাতে চেয়েছেন, ইন্ডিয়া জোট শক্তিশালী হচ্ছে বলে বিজেপি ভয় পেয়েছে। তাই তড়িঘড়ি রান্নার গ্যাসের দাম কমিয়ে দেওয়া হল। ইন্ডিয়া জোটের অন্য শরিকরাও একই মত পোষণ করছে।
ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এ বছরের শেষেই। আগামী বছরের মাঝামাঝি রয়েছে লোকসভা নির্বাচন। সোমবারই মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় মমতা বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিজেপি ডিসেম্বরেই লোকসভা ভোট সেরে ফেলবে। এখনই সমস্ত চপার ভাড়া নিয়ে নিয়েছে, যাতে আর কেউ তা নিতে পারে। মঙ্গলবার গ্যাসের দাম কমতেই ফের মোদিকে টুইটে কটাক্ষ করলেন তৃণমূলনেত্রী মমতা। তিনি লেখেন, ইন্ডিয়া জোটের দুটো বৈঠকের পরই দাম কমল গ্যাসের। এটাই ইন্ডিয়া জোটের দম অর্থাৎ শক্তি। সেই শক্তির কাছে মোদি সরকার ভয় পেয়ে গ্যাসের দাম কমাল।
আরও পড়ুন:শতরঞ্জ কি খিলাড়ি প্রধান ‘মন্ত্রী’র কিস্তির চাল
Till now, only TWO meetings have been held in the past TWO months by the INDIA alliance and today, we see that LPG prices have gone down by Rs. 200.
ये है #INDIA का दम!
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2023
এদিকে প্রবীণ কংগ্রেস নেতা তাঁর এক্স হ্যান্ডেলে মমতার সুরেই বলেন, দু মাসে ইন্ডিয়ার দুটি সফল বৈঠক হয়েছে। তৃতীয় বৈঠক হতে চলেছে। কর্নাটকে কংগ্রেস সরকার গঠনের পর একশো দিনের মধ্যে ভোটের আগে দেওয়া পাঁচ প্রতিশ্রুতি পালন করতে শুরু করেছে। রাজস্থানে কংগ্রেস সরকার ৫০০ টাকা গ্যাস সিলিন্ডার দিচ্ছে। বিজেপি নিশ্চিত বুঝতে পেরেছে যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে তারা হারছে। ছয়মাস বাদে লোকসভা ভোট বিজেপি বাস্তবটা বুঝতে পারছে। আমাসী ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইতে বসছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। তার ঠিক আগেই কেন্দ্রের এই গ্যাসের দাম কমানোর ঘোষণায় ইন্ডিয়া জোট তাদেরই জয় দেখছে।
উল্লেখ, রান্নার গ্যাস ও পেট্রল-ডিজেলের দামবৃদ্ধিতে মধ্যবিত্তের মাথায় হাত পড়েছিল। লাগাতার জ্বালানীর মূল্যবৃদ্ধির (Fuel Price) জেরে আগুন বাজার দরও। পেট্রোল, ডিজেলের দাম কমবে কবে? মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই প্রশ্ন সাধারণ মানুষের। এই মূল্যবৃদ্ধি ভোটের বাজারে প্রভাব ফেলবে বলেই মনে করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এরমধ্যেই এদিন প্রায় দেড়বছর বাদে হাজারের নিচে নামল এলপিজি সিলিন্ডারের দাম। প্রায় ৩১ কোটি গ্রাহক এই সুবিধা পাবেন। ১ সেপ্টেম্বর থেকে উজ্জ্বলা প্রকল্পে এলপিজি সিলিন্ডারে ভর্তুকি বেড়ে ৪০০ টাকা হল। জানা গিয়েছে, সিলিন্ডার পিছু ২০০ টাকা পর্যন্ত কমানো হতে পারে দাম। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছে।