ওয়াশিংটন: সবচেয়ে বড় পাইথন (Python) ধরা পড়ল আমেরিকাতে (US)। যা হল বার্মিজ পাইথন (Burmese Python)। ১৯ ফুটের পাইথন উদ্ধার হল। ২২ বছরের এক যুবক জানিয়েছেন, ওই সাপকে ধরা স্বপ্নের মতো। ১৯ ফুট লম্বা ও ৫৬ কেজি ৬০০ গ্রাম ওজনের পাইথন ধরা পড়েছে। আমেরিকার ফ্লোরিডায় (Florida) ওই পাইথনের দেখা মিলেছে। ওহিয়ো স্টেট বিশ্ববিদ্যালয়ের (Ohio State University) ছাত্র জেক ওয়ালেরি ওই পাইথনটি ধরেছে। দক্ষিণ পশ্চিম ফ্লোরিডার সংশ্লিষ্ট সরকারি দফতরে সেটি তিনি নিয়ে এসেছিলেন। এর আগে ফ্লোরিডাতেই সবচেয়ে বড় পাইথন ধরা পড়েছিল। যার দৈর্ঘ্য ছিল ১৮ ফুট ৯ ইঞ্চি।
ওয়ালেরি ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন। রাস্তায় তিনি ওই পাইথনটি ধরেছেন। ওয়ালেরি বলেন, সরকারি দফতরে সাপটিকে নিয়ে এসেছি যাতে প্রশাসনিকভাবে সাপটিকে মাপার তথ্য পাওয়া যায়। যা নথিবদ্ধ হবে। বিজ্ঞানের জন্য এটি দান করতে পারি। ২২ বছরের ওই যুবক বলেন, ওই সাপটিকে ধরা স্বপ্নের। আমি জানতাম এটা আমরা পারব। কিন্ত এটা ঘটবে বুঝেত পারিনি। গতবছর আমি ও আমার এক আত্মীয় ১৮ ফুট লম্বা একটি সাপ ধরেছিলাম।
আরও পড়ুন: Panchayat Election 2023 | ঘরছাড়া বিরোধীদের গ্রামে ফেরাল তৃণমূল
ন্যাশনাল জিওগ্রাফিক অনুযায়ী বার্মিজ পাইথন বিশ্বের সবচেয়ে বড় সাপগুলির একটি। তারা যেভাবে খাবার শিকার করে খায় তার জন্য পরিচিত। পাখি খেয়ে নেয়। বন্যপ্রাণের জন্য ভয়ঙ্কর।
অনেকের কাছেই সাপ ধরা রোমাঞ্চকর। রোমহর্ষক অভিজ্ঞতা। নেশার মতো। নেশার টানেই এর জন্য নিজেকে উজার করে দেন। ওই ২২ বছরের যুবকটিও সেরকমই নেশার টানে এটা করছে।