মুম্বই: নির্ধারিত সময়ের আগে লোকসভা ভোট হতে পারে বলে ইঙ্গিত দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar Chief Minister of Bihar)। শুক্রবার মুম্বইয়ে ইন্ডিয়া জোটের (I.N.D.I.A Meeting ) বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে জেডিইউ প্রধান নীতিশ কুমার বলেন, বিজেপি সরকার লোকসভা ভোট এগিয়ে নিয়ে আসেত পারে। আমাদের সতর্ক থাকতে হবে। সময় আর বেশি নেই,বিজেপি বিরোধী এই ইন্ডিয়া জোটই আমজনতার বড় ভরসা।
আরও পড়ুন:একনায়কতন্ত্রের অবসান ঘটাতেই হবে, মন্তব্য খাড়্গের
নীতীশ কুমার জানান, অল্প কিছুদিনের মধ্যেই ইন্ডিয়া জোট দেশজুড়ে প্রচারে নামবে। এই জোটকে মোদি সরকার ভয় পেয়েছে। তাঁর অভিযোগ, মোদি সরকার সংবাদমাধ্যমগুলিকেও দখল করে নিয়েছে। তারা শুধু বিজেপির প্রচার করে চলেছে। বিজেপি দেশের ইতিহাসকেও বদলে ফেলার চেষ্ঠা করছে। আমরা তা হতে দেব না। বিরোধীরা একজোট হলেই মোদি সরকারের পতন অবশ্যম্ভাবী।