কলকাতা: নতুন মাসের শুরুতেই স্বস্তি দেশবাসীর। ১ জুন থেকে বেশ খানিকটা কমল গ্যাসের দাম। জানা গিয়েছে, নতুন মাস থেকে বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas) দাম প্রায় ৮৫ টাকা কমে গিয়েছে। ফলে উপকৃত হবেন এলপিজি ব্যবহারকারী হোটেল-রেস্তরাঁর ব্যবসায়ীরা। বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে গ্যাসের নয়া দাম।
১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমেছে। এতদিন কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৯৬০.৫০ টাকা। আজ বৃহস্পতিবার অর্থাৎ, ১ জুন থেকে সেই দাম কমে হয়েছে ১৮৭৫.৫০ টাকা। কলকাতায় বাণিজ্যিক প্রতি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমেছে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হলেও বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে বদল নেই। ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম যা ছিল তাই রয়েছে। ছোট হোটেল, রেস্তোরাঁগুলি এর জেরে কিছুটা হলেও সুরাহা পাবে। এর আগেও গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। এবার জুন পয়লাতেই ফের কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
আরও পড়ুন: R G Kar Medical College | একাধিক অভিযোগ! সরানো হল আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে
মার্চ মাসেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, ৯.৫৯ কোটি মানুষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিমের আওতায় প্রতিটি ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের উপর ২০০ টাকা ভরতুকি পাবেন। সারা বছর মোট ১২টা সিলিন্ডারের উপর মিলবে এই ভরতুকি। তবে বর্তমানে গেরস্থের রান্নার গ্যাসের মূল্য আকাশছোঁয়া। এই দাম আদৌ কমে কি না, এখন তারই অপেক্ষা।