কলকাতা: প্রথমে গাঁজা চাষের অভিযোগ। এবার মদের বোতল উদ্ধার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ক্যাম্পাস থেকে। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের ভিতরে দেখা গেল সারি সারি মদের বোতল। চারদিকে মদের বোতলের ছড়াছড়ি। একেবারে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সেগুলি। সেই ছবিই ধরা পড়ল কলকাতা টিভির ক্য়ামেরায়। এদিকে ৯ অগাস্টের ঘটনার দিন বিশ্ববিদ্য়ালয়ের মেন হস্টেলে ঢুকতে বাধা দিয়েছিল দীপশেখর ও মনোতোষ। সরকারি কাজে বাধা ও পুলিশ কর্মীকে কাজ না করতে দেওয়ার অপরাধের মামলায় তাদের যুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালেয়র ওপেন এয়ার থিয়েটারের ভিতরে পরিস্কার করতে এসেছিলেন সাফাইকর্মীরা। আর তখনই এই দৃশ্য ধরা পড়ে। সাফাইকর্মীদের দাবি, তাঁরা গত মাসে শেষ পরিষ্কার করেছিলেন এই জায়গা। তখনও একইরকমভাবে প্রচুর মদের বোতল উদ্ধার হয়েছিল। আজ প্রায় এক মাস পর পরিস্কার করতে এসেও আবারও সেই ছবি। সেই বোতলগুলি বস্তা বোঝাই করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোথায় কর্তৃপক্ষের নজরদারি? বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সিসিটিভি বসানো নিয়ে পড়ুয়াদের একাংশের আপত্তি কি এই কারণেই?
আরও পড়ুন: যাদবপুরের বক্তব্যে অসন্তুষ্ট শিশু সুরক্ষা কমিশন
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব বন্ধ করতেই নজরদারির প্রয়োজন রয়েছে।