কলকাতা: ধূমপান (Smoking) করেন না করেও কি ঠোঁট (Lip) কালো হয়ে যাচ্ছে? কিন্তু আপনার লিপস্টিক ছাড়া একদিনও চলে না! এটাই কিন্তু আপনার ঠোঁটকে কালচে করে তুলছে প্রতিনিয়ত।নামীদামি ব্র্যান্ডের লিপস্টিক পরলে যে এমনটা হবে না, তাও কিন্তু নয়। এছাড়াও সূর্যের ক্ষতিকারক রশ্মিও আপনার ঠোঁটের গোলাপি আভা কেড়ে নেয়। চিন্তা নেই। ঠোঁটের গোলাপি আভা ফিরিয়ে আনতে পারেন ঘরোয়া এই টোটকা।
লেবুর রস- লেবুর রসের মধ্যে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট রয়েছে। ঠোঁটে লেবুর রস লাগালে কালচে ভাব দূর হয়ে যেতে পারে। পাশাপাশি ফিরে পেতে পারেন গোলাপি ঠোঁট।পাতিলেবুর রস বের করে নিন। লেবুর রসে তুলোর ডুবিয়ে তা বুলিয়ে নিন ঠোঁটের উপর। ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। লেবুর রস আপনার ঠোঁটকে শুষ্ক করে তুলতে পারে। তাই লেবুর রস ব্যবহারের পর অবশ্যই ঠোঁটে ময়েশ্চারাইজার মেখে নেবেন।
আরও পড়ুন: Weather Update | শহরের আকাশে দুর্যোগের মেঘ, জানুন কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস
এক্সফোলিয়েট- প্রতিদিন ঠোঁট এক্সফোলিয়েট করুন। এটি আপনার ঠোঁট থেকে সমস্ত মরা কোষ দূর করতে সাহায্য করে। পাশাপাশি আপনার ঠোঁটকে এনে দেয় কোমলতা। মধুর সঙ্গে চিনি মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দাঁত মাজার ব্রাশ দিয়ে ঠোঁটে ঘষে নিন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল- যে কোনও ধরনের ত্বকের ক্ষত নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে অ্যালোভেরা জেল। অল্প পরিমাণ অ্যালোভেরা জেল ঠোঁটের উপর লাগিয়ে নিন। ১৫ মিনিট রাখুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন অ্যালোভেরা জেল ব্যবহার করলে ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাবে সহজেই।
হাইড্রেটেড- ডিহাইড্রেশনও আপনার ঠোঁটকে কালো করে তুলতে পারে। তাই নজর রাখুন, আপনার স্বাস্থ্যের উপর। প্রচুর পরিমাণে জল এবং তরল খাবার পানীয় খান। যাতে শরীর ডিহাইড্রেটেড না হয় এবং ঠোঁট কালো না হয়।