কলকাতা: বিন্দাস শ্রাবন্তী (Srabanti Chatterjee)। বিতর্ক আর তিনি যেন সমার্থক। অভিনেত্রী হিসেবে একাধিক সাফল্যের নজির গড়লেও, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থাকে বেশি। শ্রাবন্তী চট্টোপাধ্যায় বাঁচেন নিজের শর্তে। চেনা ছক ভেঙে একেবারে অন্য ভাবে ধরা দিলেন সুন্দরী অভিনেত্রী। এবার তাঁকে দেখা গেলো এক অন্য বেশে। বিকিনি পরে পুলের স্বচ্ছ নীল জলে ধরা দিলেন শ্রাবন্তী। তাঁর এই বোল্ড লুকের তীক্ষ্ণ চাহনির ভোলবদলে বুঁদ তাঁর অনুরাগীরা।
এদিন তাঁকে দেখা গিয়েছে হলুদ বিকিনি পরে পুল থেকে উঠছেন। সঙ্গে মোহময়ী ‘স্মোকি আইজ’। সফট ক্লার্ল খোলা চুল। নিউড লিপস্টিক ঠোঁটে। বেশ লাগছিল তাঁকে। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, নতুন কিছু শেখো, আলাদা করার চেষ্টা করো। নিজেকে বলো তোমার কোনও লিমিট নেই।
আরও পড়ুন: Tourist Spot | পাহাড় ভালোবাসেন? বৃষ্টির মরশুমে ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা
তাঁকে দেখে বাকরুদ্ধ সতীর্থরাও। মিমি চক্রবর্তী শ্রাবন্তীর ওই ছবিতে কমেন্টে লিখেছেন, মামনি। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মৌনি রায় সকলেরই একই মন্তব্য, ভীষণ হট। ওদিকে আবার সৌমিতৃষা লিখছেন, ইনস্টাগ্রাম জ্বলে যাবে।
মোটের উপর শ্রাবন্তীর উপর মন হারাচ্ছেন অনেকেই। প্রসঙ্গত, টলিউডে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন শ্রাবন্তী। এরপর একের পর এক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। বিভিন্ন ধারার ছবিতে কাজ করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
এই মুহূর্তে লন্ডনে রয়েছেন শ্রাবন্তী। সেখানেই জিতু কামালের সঙ্গে শুটিং চলছে তাঁর। সেই ছবির নাম ‘আমি আমার মতো’। এছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ। সব মিলিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। এছাড়াও আগামীতে বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগস্ট মাসেই শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’র শুটিং শুরু হওয়ার কথাও রয়েছে।